ঢাকা,  সোমবার
১৫ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্কে আইসিসির কাছে অভিযোগ পিসিবির

প্রকাশিত: ২০:০১, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্কে আইসিসির কাছে অভিযোগ পিসিবির

ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্কে

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে মাঠের লড়াইয়ের চেয়ে ম্যাচ-পরবর্তী আচরণ নিয়েই বেশি আলোচনা হচ্ছে। খেলায় সহজ জয় পায় ভারত। তবে ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দনে অনীহা ব্যাপক সমালোচনা কুড়িয়েছে।

পাকিস্তান অধিনায়ক আঘা সালমানসহ কয়েকজন খেলোয়াড় সৌজন্য বিনিময়ে এগিয়ে আসলেও সূর্যকুমার যাদব ও শিভম দুবে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। এরপর ভারতীয় দলের ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কাছে অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের দাবি, ভারতের আচরণ ক্রিকেটীয় চেতনার পরিপন্থী এবং এমসিসির নিয়মেরও লঙ্ঘন।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ম্যাচ রেফারির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন,
“পিসিবি আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে যে ম্যাচ রেফারি আইসিসির আচরণবিধি ও এমসিসির আইন লঙ্ঘন করেছেন। তাঁর কর্মকাণ্ড ক্রিকেটের চেতনার বিরুদ্ধে গেছে। আমরা এশিয়া কাপ থেকে অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছি।”

ম্যাচ শেষে হাত না মেলানোকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্কে এখন আইসিসির অবস্থান কী হবে, সেটিই দেখার বিষয়।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531