
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাইয়াজ
৩ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র উদ্দেশে যাত্রা শুরুর সময় পুলিশের বাধার মুখে পড়ে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, পাশাপাশি লাঠিচার্জের ঘটনাও ঘটে।
এ ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন আবরার ফাহাদের ভাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাইয়াজ। বুধবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি লেখেন, হাসিনা গেল, কিন্তু হাসিনার পুলিশ আর গেল না।
ফাইয়াজ অভিযোগ করে বলেন, মিন্টো রোডের সামনে কোনো ব্যারিকেড বা পুলিশ ছিল না। কিন্তু হঠাৎই ডিসি মাসুদ আলম এসে আমাদের কয়েকজনকে আক্রমণ করেন। এক ভাইয়ের গলা চেপে ধরা হয়, অনেকে ঘুষি-লাথির শিকার হন। এরপরেই শুরু হয় লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ।
তিনি আরও দাবি করেন, শিক্ষার্থীরা পিছু হটার আগেই পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে এক শিক্ষার্থীর মেরুদণ্ডে স্প্লিন্টার ঢুকে যায়।
ফাইয়াজ বলেন, ছাত্রদের ওপর হামলার পর যদি সবাই পালিয়ে যেত, তাহলে আজও হাসিনার সরকার টিকে থাকত। কিন্তু আন্দোলনকারীরা লড়াই করেছে বলেই পরিবর্তন এসেছে। অথচ হাসিনার পুলিশ এখনো রয়ে গেছে।