ঢাকা,  রোববার
৩১ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

আলাস্কায় রাশিয়া-মার্কিন প্রেসিডেন্টের বৈঠক: সমাধান নয়, দীর্ঘ যাত্রার সূচনা

প্রকাশিত: ১৭:২১, ১৬ আগস্ট ২০২৫

আলাস্কায় রাশিয়া-মার্কিন প্রেসিডেন্টের বৈঠক: সমাধান নয়, দীর্ঘ যাত্রার সূচনা

ট্রাম্প ও পুতিন

আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্টের বৈঠককে অনেকেই ঐতিহাসিক আখ্যা দিলেও বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান নয়; বরং এক দীর্ঘ ও জটিল যাত্রার সূচনামাত্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতা এই বৈঠক দিয়ে মিটবে না, তবে আলোচনার দরজা খোলার দিক থেকে ঘটনাটি গুরুত্বপূর্ণ।

ইতিহাসের প্রেক্ষাপট

বিশ্ব ইতিহাসে এমন শীর্ষ পর্যায়ের বৈঠক খুব কম হয়েছে, যেগুলো সরাসরি বড় সমস্যার সমাধান দিয়েছে। বরং অনেক সময় আলোচনার পরও যুদ্ধ ঠেকানো যায়নি। যেমন—

  • ১৮০৭ সালে নেমন নদীতে রাশিয়া ও ফ্রান্সের সম্রাটের বৈঠক যুদ্ধ থামাতে পারেনি; পাঁচ বছর পর নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন।

  • ১৮১৫ সালের ভিয়েনা কংগ্রেসে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার ইউরোপের কাঠামো দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা ব্যর্থ হয়।

  • আধুনিক কালে, ২০২১ সালের জেনেভা বৈঠকও ফলপ্রসূ হয়নি; বরং অল্প সময়ের মধ্যেই ইউক্রেন যুদ্ধ শুরু হয়।

ইতিহাস দেখায়, শীর্ষ নেতাদের বৈঠক সচরাচর পরিস্থিতি পাল্টায় না; অনেক সময় যুদ্ধোত্তর ক্লান্তি ও দীর্ঘ দূতীয় আলোচনার মাধ্যমেই বড় সমঝোতা হয়। যেমন—১৬৪৮ সালের ওয়েস্টফেলিয়ার শান্তিচুক্তি ৩০ বছরের যুদ্ধ শেষে সম্ভব হয়েছিল।

আলাস্কার বৈঠকের তাৎপর্য

  • যুক্তরাষ্ট্র এই বৈঠকে শুধু নিজেদের নয়, বরং পুরো পশ্চিমা জোটের প্রতিনিধিত্ব করছে। এমনকি যুক্তরাজ্য বা ফ্রান্সের মতো পারমাণবিক শক্তিধর দেশও কৌশলগতভাবে ওয়াশিংটনের ওপর নির্ভরশীল।

  • অপরদিকে, রাশিয়ার দিকে তাকিয়ে আছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশ, যারা পশ্চিমাদের আধিপত্যে অসন্তুষ্ট, কিন্তু এককভাবে চ্যালেঞ্জ জানাতে অক্ষম।

  • বৈঠককে তাই শুধু দ্বিপক্ষীয় কূটনীতি হিসেবে দেখা যাবে না; এটি পারমাণবিক যুগে মানবজাতি বিপর্যয়ের কতটা কাছাকাছি আছে—তারই ইঙ্গিত বহন করে।

নতুন বিশ্বব্যবস্থা নাকি অনিশ্চয়তা?

এই বৈঠক থেকে কোনো স্থায়ী বিশ্বব্যবস্থা জন্ম নেবে—এমন সম্ভাবনা ক্ষীণ। বর্তমান বিশ্বে কোনো শক্তিই এককভাবে স্থিতিশীল ব্যবস্থাকে টিকিয়ে রাখার মতো ক্ষমতাধর নয়। বরং আন্তর্জাতিক রাজনীতি আরও অনিশ্চয়তার দিকে এগোচ্ছে।

আলাস্কার বৈঠক তাৎক্ষণিক সমাধান এনে দেবে না। তবে এটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনার এক সূচনা, যা ভবিষ্যতের দিকনির্দেশ দেবে। ইতিহাস যেমন শিখিয়েছে—যখন বিশ্বের একমাত্র দুটি অজেয় শক্তি মুখোমুখি হয়, তাদের সরাসরি সংলাপ মানবজাতির ভবিষ্যতের জন্য অপরিহার্য হয়ে ওঠে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531