ঢাকা,  শনিবার
১৩ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

আতঙ্কে ট্রেন থেকে লাফ, গুরুতর আহত অভিনেত্রী কারিশমা

প্রকাশিত: ২১:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

আতঙ্কে ট্রেন থেকে লাফ, গুরুতর আহত অভিনেত্রী কারিশমা

কারিশমা শর্মা

ভারতের হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ কারিশমা শর্মা এক ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মুম্বাইয়ের লোকাল ট্রেন থেকে লাফ দেওয়ার সময় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে তিনি মাথা ও পিঠে আঘাত পান। বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।


কীভাবে ঘটল দুর্ঘটনা?

গত বুধবার শুটিংয়ের উদ্দেশ্যে চার্চগেট যাচ্ছিলেন কারিশমা। সেদিন তিনি শাড়ি পরেছিলেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন—

“লোকাল ট্রেনে ওঠার পর বুঝতে পারি, আমার বন্ধুরা উঠতে পারেনি। ট্রেন তখন দ্রুত গতি পাচ্ছিল। আতঙ্কে আমি লাফ দিই। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে পিঠের ওপর পড়ে যাই এবং মাথায় আঘাত পাই।”

তিনি জানান, মাথা ফুলে গেছে, পিঠে প্রচণ্ড ব্যথা এবং শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকেরা তাঁকে এমআরআই করার পরামর্শ দিয়েছেন এবং আপাতত পর্যবেক্ষণে রেখেছেন। ভক্তদের উদ্দেশে কারিশমা লিখেছেন,

“আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক বড়।”


বন্ধুরা কী বলছেন

অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু তিয়াশা পল দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। হাসপাতালে স্যালাইন নেওয়া অবস্থায় কারিশমার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন,

“বিশ্বাস করতে পারছি না। ট্রেন থেকে পড়ে যাওয়ার পর কিছুই মনে নেই ওর। আমরা মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকেরা এখনো সবকিছু পরীক্ষা করছেন।”

তিয়াশা আরও একটি পুরোনো ভিডিও শেয়ার করেন, যেখানে দুর্ঘটনার ঠিক আগে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন কারিশমা।


পর্দায় কারিশমা শর্মা

কারিশমা শর্মা চলচ্চিত্র ও টেলিভিশন—দুই মাধ্যমেই সক্রিয়। তিনি অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র ‘পেয়ার কা পঞ্চনামা ২’, ‘উজড়া চমন’, ‘এক ভিলেন রিটার্নস’, ‘হোটেল মিলান’, ও ‘ফাস্টে ফসাতে’-এ।
ওটিটিতে তাঁকে দেখা গেছে ‘রাগিনী এমএমএস: রিটার্নস’, **‘ফিক্সার’**সহ বেশ কিছু ওয়েব সিরিজে।
টেলিভিশন নাটকের মধ্যে রয়েছে ‘পবিত্র রিশতা’, ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’, ‘সিলসিলা পেয়ার কা’ ইত্যাদি।


ভক্ত ও সহকর্মীদের প্রতিক্রিয়া

কারিশমার দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। শোবিজ দুনিয়ায় অনেকেই মন্তব্য করেছেন, এই মেধাবী অভিনেত্রী যেন দ্রুত কাজে ফিরতে পারেন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531