সিলেট টেস্টে হারের তীব্র সমালোচনার পর দ্বিতীয় টেস্টেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। মাত্র তিন দিনে জয় নিশ্চিত করে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে টাইগাররা। এই জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে টানা ছয় টেস্ট হারের ধারাও ভাঙলো বাংলাদেশের।