ঢাকা,  বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ২৬ আগস্ট ২০২৫

এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

এসএ২০’র শিরোপা

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগ, এসএ২০’র ২০২৫ মৌসুমের নিলামের জন্য নিজেদের নাম নিবন্ধন করেছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। আগামী ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে এই নিলাম। তবে কোন কোন ক্রিকেটার এই তালিকায় রয়েছেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এই নিলামে বিশ্বজুড়ে মোট ৭৮২ জন ক্রিকেটার নাম দিয়েছেন। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৮৪ জন খেলোয়াড়কে দলে নিতে পারবে। এর অর্থ, নিবন্ধিত ক্রিকেটারদের প্রায় ৯০ শতাংশ দল পাওয়ার সুযোগ পাবেন না, যার ফলে প্রতিযোগিতা হবে অত্যন্ত তীব্র।

বিভিন্ন দেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১৫৩ জন নিবন্ধন করেছেন ইংল্যান্ড থেকে, এরপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৫০), পাকিস্তান (৪০), শ্রীলঙ্কা (৩৬) এবং আফগানিস্তান (২৭)। আমেরিকা থেকে ২৪ জন এবং ভারত থেকে ১৩ জন ক্রিকেটার এই নিলামে অংশ নিচ্ছেন। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে ১১ জন করে ক্রিকেটার রয়েছেন। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংখ্যা সর্বোচ্চ ৩২৮ জন।

২৩ জন বাংলাদেশি ক্রিকেটারও আশাবাদী যে তারা ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কোনো একটিতে জায়গা করে নিতে পারবেন। এসএ২০ লিগ দ্রুতই বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে এবং এতে সুযোগ পেলে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নিজেদের দক্ষতা আন্তর্জাতিক মঞ্চে প্রমাণের একটি বড় সুযোগ তৈরি হবে। তবে, তীব্র প্রতিযোগিতার কারণে বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়ার সম্ভাবনা বেশ কম।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531