মাথা ঘোরা, দুর্বলতা, চোখে ঝাপসা দেখা—এই সাধারণ লক্ষণগুলো কি প্রায়ই আপনার সাথে ঘটে? তাহলে সতর্ক হন, কারণ এটি হতে পারে লো প্রেসার বা নিম্ন রক্তচাপের লক্ষণ, যা প্রায়ই অবহেলিত থেকে যায় কিন্তু এর পরিণতি হতে পারে গুরুতর। সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের রক্তচাপ ১২০/৮০ mmHg ধরা হয়। যদি এই মাত্রা ৯০/৬০ mmHg-এর নিচে নেমে আসে, তখন তাকে লো প্রেসার বা নিম্ন রক্তচাপ বলা হয়।