আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিস্ফোরক তথ্য প্রকাশ পেয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, ঘনিষ্ঠ পাঁচ ব্যক্তির ব্যাংক হিসাব ব্যবহার করে তিনি ২০১৯ ও ২০২০ সালের বিভিন্ন সময়ে মোট ৪০ দফায় ৭৫ কোটি ২২ লাখ টাকা ঘুষ নিয়েছেন।