
ব্রাজিল ফুটবল দল
সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ শেষে এশিয়া সফরে আসছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। লাতিন অঞ্চলের বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলার পর কার্লো আনচেলত্তির শিষ্যরা অক্টোবর ফিফা উইন্ডোতে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) মঙ্গলবার (২৬ আগস্ট) সূচি প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের আগেও একই ভেন্যুতে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সিউলে কোরিয়াকে ৫-১ ও টোকিওতে জাপানকে ১-০ গোলে হারিয়েছিল তিতের দল।
ইতিহাসে ব্রাজিল একাধিকবার মুখোমুখি হয়েছে এশিয়ার এই দুই শক্তিশালী দলের সঙ্গে। ২০১৭ সালে ফ্রান্সে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জাপানকে ৩-১ গোলে হারায় তারা। আবার ২০২২ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে বিদায় করে দেয় সেলেসাওরা।
ব্রাজিলের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কায়েতানো বলেন, জাপান ও কোরিয়ার বিপক্ষে ম্যাচগুলো ভিন্ন ধাঁচের। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য এসব ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে সেপ্টেম্বরের বাছাইপর্বের ম্যাচের জন্য ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। দীর্ঘ দুই বছর পর দলে ফেরার কথা ছিল নেইমারের, তবে ইনজুরির কারণে এবারও সুযোগ পাননি তিনি। তবে অক্টোবরে এশিয়া সফরে ফিট থাকলে আনচেলত্তির দলে ফেরার সম্ভাবনা রয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারের।
বাছাইপর্ব শেষে আগামী বছর জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অন্তত ছয়টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।