
বিপিএলে ১ বলে ১৫ রান দেয়া বোলার এবার দিলেন ২২ রান!
ক্রিকেটে রোমাঞ্চকর মুহূর্তের অভাব নেই। তবে এক বলে ১৫ কিংবা ২২ রান এমন অদ্ভুত ঘটনা সত্যিই বিরল। আর সেই বিরল কাণ্ডের নায়ক হয়ে গেলেন একই বোলার, ওয়েস্ট ইন্ডিজের ওশান থমাস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে চট্টগ্রাম বনাম খুলনার ম্যাচে ইনিংসের শুরুতেই এক বৈধ বল থেকে দিয়েছিলেন ১৫ রান। নো-বল, ওয়াইড ও ফ্রি-হিটের জটিলতায় তৈরি হয়েছিল সেই বিস্ময়কর মুহূর্ত।
কিন্তু থমাস যেন ভুলতে পারলেন না সেই স্মৃতি। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও ঘটালেন আরও বড় অঘটন। ড্যারেন স্যামি স্টেডিয়ামে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে সেন্ট লুসিয়া কিংসের হয়ে বল করতে নেমে ১৫তম ওভারে তিনি এক বলে দিলেন ২২ রান!
ঘটনার শুরু তৃতীয় ডেলিভারিতে। সেটি ছিল নো-বল। এরপর ফ্রি-হিটে দিলেন ওয়াইড। সেই একই ফ্রি-হিটে রোমারিও শেফার্ড মেরে বসেন টানা দুটি ছক্কা। যেহেতু ফ্রি-হিটে আউট হওয়ার সুযোগ নেই, তাই ব্যাটার আরও একবার ছক্কা হাঁকান। সব মিলিয়ে এক বৈধ ডেলিভারির (নো-বল ও ফ্রি-হিটসহ) হিসাবে ওঠে ২২ রান।
পুরো ওভারে থমাস হজম করেন ৩৩ রান। শেফার্ড তখন ৩৪ বলে অপরাজিত ৭৩ রানে খেলছিলেন। তবে শেষ হাসি হেসেছে থমাসের দল সেন্ট লুসিয়া কিংসই, জয় পায় তারা।
টি-টোয়েন্টি ক্রিকেটে বড় রান, বড় ছক্কা এখন নিয়মিত ব্যাপার। কিন্তু এক বলেই ১৫ রান থেকে ২২ রান—এমন দুই বিরল রেকর্ডে নাম লিখিয়ে ফেললেন একই বোলার। ক্রিকেটবিশ্ব এখন মজা করে প্রশ্ন করছে—ওশান থমাস কি কেবল প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ‘রেকর্ড গড়ার সোপান’ হয়ে যাচ্ছেন, নাকি এসব নিছকই ক্রিকেটের অনিশ্চয়তার অংশ?