
শোয়েব মালিক
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটি ঘিরে শুধু উপমহাদেশ নয়, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি এখন মরুর নগরীতে।
ভারত ফেবারিট, তবে পাকিস্তানের হাতে সুযোগ
বিশ্লেষকদের বড় অংশ ভারতের পক্ষে থাকলেও পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক মনে করেন, সঠিক পরিকল্পনা কাজে লাগাতে পারলে ভারতকে হারানো সম্ভব। পাকিস্তানের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মালিক বলেন,
-
শুরুতেই আঘাত: পাকিস্তানি পেসাররা যদি ভারতের প্রথম তিন–চারজন ব্যাটসম্যানকে দ্রুত ফিরিয়ে দিতে পারেন, তবে ভারতকে ১৫০–১৬০ রানের মধ্যে আটকে রাখা সম্ভব।
-
স্পিনারদের ভূমিকা: মাঝের ওভারে সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ দুজনকে একসঙ্গে খেলাতে হবে। তাঁরা যদি ৩টি করে উইকেট নিতে পারেন, তবে পাকিস্তান জয়ের বড় সুযোগ পাবে।
মালিকের মতে, ভারত আগে বা পরে ব্যাট করুক, ব্যাটসম্যানরা যদি সহজে আউট না হয়, তাহলে পাকিস্তানের জন্য ম্যাচে টিকে থাকা কঠিন হবে।
দুই দলের সাম্প্রতিক ফর্ম
-
নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করে এবং লক্ষ্য পূরণ করে মাত্র ৪.৩ ওভারে।
-
অপরদিকে পাকিস্তান প্রথম ম্যাচে ১৬০ রান তোলে এবং পরে ওমানকে ৬৭ রানে গুটিয়ে দেয়।
মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে
টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৩ বার। এর মধ্যে ভারত জিতেছে ১০টি ম্যাচে, আর পাকিস্তানের জয় মাত্র ৩টি। সর্বশেষ ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার দল রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছিল।
আজকের ম্যাচ তাই শুধু এশিয়া কাপ নয়, ইতিহাস ও মর্যাদার লড়াইও বটে।