
রাফিয়াত রশিদ মিথিলা
দেশের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা জীবনে যুক্ত করলেন নতুন অর্জন। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স সম্পন্ন করেছেন তিনি। সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই সুখবর জানিয়েছেন মিথিলা।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।
মিথিলা জানান, পূর্ণকালীন পেশাগত জীবন, মাঝেমধ্যে অভিনয় এবং পারিবারিক দায়িত্ব সামলানোর পাশাপাশি পিএইচডি সম্পন্ন করা ছিল এক বড় চ্যালেঞ্জ। তবে এই অভিজ্ঞতা তাকে দৃঢ়তার শিক্ষা দিয়েছে এবং প্রমাণ করেছে যে তিনি অনেক কিছুই সামলাতে সক্ষম।
পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা আরও লেখেন, আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব—একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সমাজকর্ম ও শিক্ষা খাতেও সমানভাবে কাজ করছেন মিথিলা। এবার তার নামের সঙ্গে যুক্ত হলো নতুন পরিচয়- ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা।