জনপ্রিয় অভিনয়শিল্পী সিদ্দিককে প্রকাশ্যে মারধর ও অপমানের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী ঢাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ছেঁড়া জামাকাপড়ে রাস্তায় টেনেহিঁচড়ে নেওয়া হচ্ছে তাঁকে, আর সেই সময় বিক্ষুব্ধ একদল যুবক তাঁকে উদ্দেশ করে স্লোগান দিচ্ছেন—‘আওয়ামী লীগের দোসর’ উল্লেখ করে।