পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগরের পচাগলা মরদেহ ৯ মাস পর করাচির একটি অভিজাত অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য—দেহ ছিল চূড়ান্ত পচনে, অঙ্গপ্রত্যঙ্গ কালো হয়ে গিয়েছিল, মুখমণ্ডল এতটাই বিকৃত ছিল যে চিনে নেওয়া সম্ভব ছিল না। শরীরের চারপাশে ছিল পোকামাকড়, আর চুলে পাওয়া গেছে বাদামি রঙের পোকা।