ঢাকা,  বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বৃহস্পতিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ২৭ আগস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বৃহস্পতিবার

নির্বাচন কমিশন ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বুধবার (২৭ আগস্ট) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। সেখানে ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গিয়ে গাজীপুর জেলার আসন সংখ্যা বাড়িয়ে ৫ থেকে ৬ করা হয়। অপরদিকে বাগেরহাটের আসন সংখ্যা ৪ থেকে কমিয়ে ৩ করার প্রস্তাব করা হয়।

এরপর ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে। এই আবেদনের শুনানি শুরু হয় গত ২৪ আগস্ট, যা শেষ হয় বুধবার (২৭ আগস্ট)।

শুনানি শেষে দাবি-আপত্তি নিষ্পত্তি করে ৩০০ আসনের সংসদীয় এলাকার চূড়ান্ত সীমানা গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপরই প্রকাশ করা হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531