ঢাকা,  বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

‘ভিক্ষুকের’ বাসায় পুলিশের অভিযানে মিলল স্বর্ণ ও নগদ টাকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ২৬ আগস্ট ২০২৫

আপডেট: ২১:০৬, ২৬ আগস্ট ২০২৫

‘ভিক্ষুকের’ বাসায় পুলিশের অভিযানে মিলল স্বর্ণ ও নগদ টাকা

উদ্ধারকৃত স্বর্ণ ও নগদ টাকা

চট্টগ্রামের সাতকানিয়ায় ভিক্ষুক সেজে চুরির অভিযোগে তসলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর তসলিমার বাসায় তল্লাশি চালিয়ে চার ভরি স্বর্ণ ও সাড়ে চার লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। তিনি মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।

পুলিশ জানায়, তসলিমা নিজেকে ভিক্ষুক পরিচয় দিলেও আসলে চুরি করাই ছিল তার মূল পেশা। ভিক্ষুকের ছদ্মবেশে কৌশলে বিভিন্ন এলাকা থেকে টাকা ও মূল্যবান মালামাল হাতিয়ে নিতেন তিনি।

লোহাগাড়া থানার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার লোহাগাড়া বাসস্টেশনে প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা কক্সবাজারগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় কয়েকজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইতে থাকেন। হঠাৎ ভিক্ষুকদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি সামাল দিতে গেলে তসলিমা কৌশলে খাদিজাতুলের ব্যাগ থেকে ২ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান। পরে ভুক্তভোগী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ হোসেন জানান, মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তসলিমাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তসলিমাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531