ঢাকা,  সোমবার
১৫ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

লন্ডনে বর্ণবাদী হামলার শিকার বাংলাদেশি তরুণ

প্রকাশিত: ১৪:২৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে বর্ণবাদী হামলার শিকার বাংলাদেশি তরুণ

লন্ডনে বর্ণবাদী হামলা

লন্ডনে হিজাব পরা মাকে উদ্দেশ করে করা বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বাংলাদেশি তরুণ ইখতিয়ার মৃধা (২১)।

ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে, হিথরো বিমানবন্দর এলাকার আশফোর্ডের চার্চ রোডে। এ ঘটনায় শ্বেতাঙ্গ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কীভাবে হামলার ঘটনা ঘটে

ইখতিয়ার জানান, সেদিন হিথরো বিমানবন্দর থেকে মা নাহিদা আক্তার ও ছোট ভাইকে নিয়ে পূর্ব লন্ডনের বাসায় ফিরছিলেন তিনি। পথে ছোট ভাইয়ের জন্য খাবার কিনতে আশফোর্ডের চার্চ রোডের একটি দোকানের সামনে গাড়ি থামান। এ সময় গাড়ি থেকে তাঁর মা নামলে পাশ দিয়ে যাওয়া ৪০ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্যক্তি তাঁকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেন।

এ ঘটনায় ইখতিয়ার প্রতিবাদ করে ওই ব্যক্তিকে দুঃখ প্রকাশ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি গাড়ি থেকে একটি ব্যাট বের করে ইখতিয়ারের মাথায় আঘাত করেন। হামলায় ওই ব্যক্তির বাবাও যোগ দেন। পরে তাঁরা গাড়ি নিয়ে পালাতে চাইলে নাহিদা আক্তার বাধা দেন। তখন হামলাকারীরা তাঁর ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে। ইখতিয়ার দ্রুত মাকে টেনে সরিয়ে নিলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

চিকিৎসা ও পুলিশি পদক্ষেপ

ঘটনার পর জরুরি নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নাহিদাকে অ্যাম্বুলেন্সে করে সেন্ট জর্জ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁর মাথায় পাঁচটি সেলাই দেন। এক দিন চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

পুলিশ পরে হামলায় জড়িত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামী ১৩ অক্টোবর এ মামলার শুনানি হবে আদালতে।

ভুক্তভোগীর পরিচয়

ইখতিয়ার লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং খণ্ডকালীন চাকরিও করেন। তিনি ২০১৬ সালে পরিবারের সঙ্গে ইতালি থেকে লন্ডনে অভিবাসী হন। তাঁর বাবার নাম দুলাল মৃধা। তাঁদের গ্রামের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদী উপজেলায়।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531