ঢাকা,  সোমবার
১৫ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর বিষয়ে চিন্তাভাবনা করছে

প্রকাশিত: ১৪:৫১, ১৪ সেপ্টেম্বর ২০২৫

সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর বিষয়ে চিন্তাভাবনা করছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

বয়সের বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্য দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর। তবে বয়স অনুযায়ী এই মেয়াদ পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে। নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ২০ বছর এবং পুরুষদের ক্ষেত্রে তা কিছুটা বেশি হতে পারে। সাজার সময় আসামির বয়সের ওপরই এ বিধান নির্ভর করবে। এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি, এর সঙ্গে শর্তও যুক্ত থাকবে।

সীমানা পুনর্বিন্যাস ও আন্দোলন প্রসঙ্গে সতর্কতা

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে স্থানীয় জনগণের মহাসড়ক অবরোধ প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। জনগণের অভিযোগ থাকলে তারা যথাযথ চ্যানেলে আবেদন করতে পারেন। তবে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি বরদাশত করা হবে না। অবরোধ আজকের মধ্যে তুলে না নিলে আইনশৃঙ্খলা বাহিনী আইন প্রয়োগে বাধ্য হবে।

বৈঠকে আলোচিত অন্যান্য বিষয়

কোর কমিটির বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়—

  • পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি,

  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি,

  • ছিনতাই, চুরি ও ডাকাতি রোধে করণীয়,

  • সীমান্ত দিয়ে মাদক প্রবেশ প্রতিরোধ,

  • দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি,

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারের পদক্ষেপ,

  • রাকসু ও চাকসু নির্বাচনের প্রস্তুতি।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531