ঢাকা,  রোববার
০৬ জুলাই ২০২৫

Advertisement
Advertisement

চলতি বছর বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা সময় স্থগিত

প্রকাশিত: ২০:৩২, ৫ জুলাই ২০২৫

চলতি বছর বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা সময় স্থগিত

বাংলাদেশ সফর

আগেই গুঞ্জন ছিল, চলতি বছরের আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঝুলে যেতে পারে রাজনৈতিক টানাপোড়েনের কারণে। এবার সেই গুঞ্জন সত্যি হলো। সফর বাতিল না হলেও ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে নতুন সময়সূচি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ড যৌথ আলোচনায় সফর পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সূচি ও ফিকশ্চার পরবর্তীতে জানানো হবে।

কোন সিরিজ পেছাল?

২০২৫ সালের আগস্টে ভারতীয় দল বাংলাদেশে সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। এটি ছিল সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ।

পেছানোর কারণ কী?

যদিও বিসিসিআই কিংবা বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি, তবে ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে বলা হচ্ছে—বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৬ সালের সেপ্টেম্বরেই নতুন সফর

বিসিসিআই নিশ্চিত করেছে, সফর স্থগিত হলেও বাতিল হয়নি। নতুন সফর ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে নির্ধারণ করা হয়েছে।

বিসিবির প্রতিক্রিয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানায়, সফর স্থগিত হলেও দুই বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে। নতুন সময়সূচিতে সব ম্যাচই আয়োজনের চেষ্টা থাকবে বলে জানিয়েছে বিসিবি।

পরবর্তী পদক্ষেপ

বিসিসিআই জানিয়েছে, নতুন সফরের তারিখ, ভেন্যু ও সূচি শিগগিরই চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531