
ব্রাজিল ফুটবল দল
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। তবে নেইমার জুনিয়রকে ছাড়া খেলতে হবে সেলেসাওদের। প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা নেইমার এবারও ইনজুরির কারণে ফিরতে পারলেন না।
আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। যদিও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে, তারপরও ম্যাচ দুটিকে গুরুত্ব দিচ্ছে দল। নেইমারের ফেরার সম্ভাবনা জোরালো থাকলেও ঘোষণার আগের দিনই হালকা চোটে পড়েন তিনি।
শেষবার ব্রাজিলের জার্সি গায়ে নামেন ২০২৩ সালের অক্টোবরে, যখন হাঁটুর লিগামেন্টে গুরুতর ইনজুরিতে পড়েন ৩৩ বছর বয়সী এই তারকা। এরপর সৌদি আরবের আল-হিলাল ছেড়ে সান্তোসে ফিরে ফিটনেস ঝালাই করছিলেন তিনি। কিন্তু আনচেলত্তি জানিয়েছেন, এখনো শতভাগ ফিট নন নেইমার।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেন, নেইমার হালকা চোট পেয়েছে। আমাদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই পুরোপুরি ফিট খেলোয়াড়দেরই দরকার। নেইমারের মান নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আমরা চাই সে পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক।
২৫ সদস্যের ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রয়েছে। নিয়মিত তারকা অ্যালিসন, ক্যাসেমিরো, মারকুইনহোসরা থাকছেন দলে। সঙ্গে জায়গা পেয়েছেন চেলসির কিশোর প্রতিভা এস্তেভাও ও লুকাস পাকুয়েতা।
বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক
অ্যালিসন বেকার (লিভারপুল), বেন্তো (আল-নাসর), হুগো সাউজা (করিন্থিয়ান্স)
রক্ষণভাগ
আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্টোস (জেনিত), ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকুইনোস (পিএসজি), ভেন্দারসন (মোনাকো), ওয়েসলি (রোমা)
মধ্যমাঠ
আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানইউ), জোয়েলিনটন (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম)
আক্রমণভাগ
এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), কাইও জর্জ (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিত), ম্যাথেউস কুনহা (ম্যানইউ), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।