ঢাকা,  বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

ব্রাজিল দল ঘোষণার আগ মুহূর্তে নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ২৫ আগস্ট ২০২৫

ব্রাজিল দল ঘোষণার আগ মুহূর্তে নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ

নেইমার জুনিয়র

জাতীয় দলে নেইমারের ফেরার অপেক্ষায় ছিলেন ভক্ত-সমর্থকরা। তবে সেই স্বপ্নে আবারও ধাক্কা। ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের জার্সিতে দেখা যাচ্ছে না নেইমার জুনিয়রকে।গোলডটকম

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের হয়ে মাঠে নামেন নেইমার। এরপর দু’বার দলে ডাক পেলেও চোটের কারণে খেলতে পারেননি। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তার ফেরার সম্ভাবনা জোরালো ছিল। কিন্তু দল ঘোষণার ঠিক আগমুহূর্তে নতুন করে ঊরুর ইনজুরিতে পড়েছেন তিনি।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবরে জানা গেছে, অনুশীলনের সময় ব্যথা অনুভব করেন নেইমার। পরে পরীক্ষায় দেখা যায় তার ঊরুতে চোট রয়েছে। সান্তোস ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, নেইমারের ঊরু ফুলে গেছে ও তিনি চিকিৎসা শুরু করেছেন।

সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচ পূর্ণ ৯০ মিনিট খেলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি করেছিলেন নেইমার। তবে কোচ কার্লো আনচেলত্তি শুরু থেকেই তাকে নিয়ে দ্বিধায় ছিলেন বলে সংবাদমাধ্যম দাবি করেছে।

সবকিছু ঠিক থাকলে নেইমার আগামী ৩১ আগস্ট সান্তোস ক্যাম্পে ফিরবেন। এদিকে ৫ ও ১০ সেপ্টেম্বর যথাক্রমে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531