
সাকিব আল হাসান
বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রোববার এক স্বপ্নের রাত কাটিয়েছেন। সাকিব এই ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়ে দিয়েছেন।
রোববার (২৪ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাত্র ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেয়ার মধ্যে অন্যতমটি ছিল পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করা, যা তার ৫০০তম উইকেট হিসেবে ইতিহাসে স্থান করে দিয়েছে। এদিন তিনি আরও ২ উইকেট নেন, যার ফলে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ৫০২।
সাকিব টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একই ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের ‘ডাবল’ রেকর্ড গড়েছেন। শুধু বোলিং নয়, রান তাড়া করার সময় ১৮ বলে ২৫ রান করে দলের জয় নিশ্চিত করেছেন তিনি। এই পারফরম্যান্সের জন্য তাকে ম্যাচসের সেরা হিসেবে নির্বাচিত করা হয়, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৪তম ম্যাচসেরা। এর মাধ্যমে তিনি ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের সমান অবস্থানে পৌঁছেছেন।
সাকিবের এমন পারফরম্যান্সে দলের জয় সহজ হয়ে যায়। তবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরা হওয়ার রেকর্ড এখনও কাঁপিয়ে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৬০ বার), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৪৮ বার), ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (৪৭ বার) এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (৪৫ বার)।
সাকিব এই অর্জন নিয়ে বলেন, এই মাইলফলক স্পর্শ করার পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে এটি আমাকে সত্যিই সন্তুষ্ট করেছে। দলের প্রয়োজনে অবদান রাখতে পারাটা আরও শান্তি দিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, পরিবারের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে এই মুহূর্তটি সত্যিই আনন্দের।
সিপিএলের চলতি আসরের শুরুতে সাকিব প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৫ ওভার বোলিং করেছিলেন, যেখানে তিনি কেবল ১ উইকেট পেয়েছিলেন। তারপরও দলের প্রয়োজনে সুযোগ পাওয়া মাত্রই তিনি তার সেরাটা দিয়ে দলকে জয় উপহার দিয়েছেন।