ঢাকা,  রোববার
৩১ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক রোববার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ৩০ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক রোববার

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী রোববার (৩১ আগস্ট) এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে ড. ইউনূস বলেন, আমরা শক্তভাবে বলছি ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনও শক্তিই এটা প্রতিহত করতে পারবে না।

নির্বাচন আয়োজনের মতো পরিবেশ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নিলে বুঝতে পারবেন গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়নি। বরং আমরা নিয়মিত পরিসংখ্যান নিতে বলেছি। আমাদের বিশ্বাস, নির্বাচনের উপযোগী পরিবেশ রয়েছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে।

এ সময় প্রেস সচিব জানান, নুরুল হক নুরের চিকিৎসা নিয়ে প্রধান উপদেষ্টা সরাসরি খোঁজখবর নিচ্ছেন। তিনি সবার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেয়া হবে। প্রধান উপদেষ্টা ফোনে নুরের সঙ্গে কথা বলেছেন এবং হামলার ঘটনায় সমবেদনা ও নিন্দা জানিয়েছেন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531