ঢাকা,  বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

বোলিং না পাওয়ায় অধিনায়ক ও তার ভাইকে গুলি করে হত্যা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮:৫২, ২৬ আগস্ট ২০২৫

আপডেট: ০৯:১৫, ২৬ আগস্ট ২০২৫

বোলিং না পাওয়ায় অধিনায়ক ও তার ভাইকে গুলি করে হত্যা

বোলিং না পাওয়ায় অধিনায়ক ও তার ভাইকে গুলি করে হত্যা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাটে এক প্রীতি ক্রিকেট ম্যাচে বল করার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ এক খেলোয়াড় বন্দুক হামলা চালিয়ে দলের অধিনায়ক ও তার ভাইকে হত্যা করেছে। এ ঘটনায় তাদের চাচাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুজরাট পুলিশ জানায়, এক সপ্তাহ আগে স্থানীয় একটি মাঠে প্রীতি ম্যাচ চলাকালীন অধিনায়ক ফখর ইকবাল এক খেলোয়াড়কে ওভার করার সুযোগ দেননি। এ নিয়ে মাঠেই তর্ক-বিতর্কের জেরে ক্ষিপ্ত হয়ে ওই খেলোয়াড় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়।

ঘটনাস্থলেই নিহত হন অধিনায়ক ফখর ইকবাল। গুরুতর আহত অবস্থায় তার ভাই ও চাচাকে হাসপাতালে নেওয়া হয়। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২৫ আগস্ট) ফখর ইকবালের ভাইও মারা যান। বর্তমানে তাদের চাচা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

দুই ভাইয়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু ও স্থানীয় এলাকায়।
 

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531