ঢাকা,  বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

আলুর ন্যূনতম দাম নির্ধারণ, সরকার ৫০ হাজার টন কিনবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:৪৮, ২৮ আগস্ট ২০২৫

আলুর ন্যূনতম দাম নির্ধারণ, সরকার ৫০ হাজার টন কিনবে

আলু

আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ গেটে কেজিপ্রতি সর্বনিম্ন দাম ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। একইসঙ্গে ৫০ হাজার টন আলু সরকারি উদ্যোগে ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করা হবে। অক্টোবর-নভেম্বর মাসে এসব আলু বাজারে বিক্রি করা হবে।

বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎপাদন খরচের তুলনায় বাজারে আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য কম থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে কৃষি সচিবের নেতৃত্বে একটি চার সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার আলুর ন্যূনতম দাম নির্ধারণ ও বিপণন ব্যবস্থা নিয়ন্ত্রণের এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার কথাও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ দ্রুত কার্যক্রম শুরু করবে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531