
প্রশাসনের জবাবদিহি দাবি সারজিসের
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেছেন, পুলিশকে দিয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস এই প্রশাসন কোথায় পায়, সেই জবাব তাদের দিতে হবে।
বুধবার (২৭ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম আরও লেখেন, যেকোনো যৌক্তিক দাবিতে এবং সকল প্রকার কোটার বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় জারি থাকবে। বুয়েট শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছি এবং তাদের ওপর হামলায় যারা জড়িত তাদেরকে ধিক্কার জানাই।
এনসিপি নেতা দাবি করেন, যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা গণতন্ত্র ও শিক্ষার প্রতি চরম অবমাননা। তিনি হামলাকারীদের বিচারের আওতায় আনারও দাবি জানান।