
রাফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জি
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আবারও ভক্তদের মন জয় করলেন নতুন এক অর্জনে। অভিনয় ও চাকরির পাশাপাশি উচ্চশিক্ষা অর্জনের ধারাবাহিকতায় এবার তিনি সম্পন্ন করেছেন পিএইচডি। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্সে ৪-এর মধ্যে সিজিপিএ ৪ পেয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেছিলেন মিথিলা। শিক্ষাজীবনেই মেধার প্রমাণ রেখে এবার যুক্ত করলেন ডক্টর উপাধি।
অভিনয়, কর্মজীবন, সংসার ও কন্যা আইরাকে সামলানোর পাশাপাশি দীর্ঘ পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে বলে জানাচ্ছেন তার ভক্তরা। এদিকে স্ত্রী মিথিলার এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও তার স্বামী সৃজিত মুখার্জি। নিজের ফেসবুক পেজে মিথিলার পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য অর্জন, অভিনন্দন!’
সৃজিতের এই প্রকাশ্য অভিনন্দন বার্তাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দুই তারকাকে ঘিরে। কারণ, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, মিথিলা ও সৃজিতের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে। একসঙ্গে কোথাও দেখা না যাওয়ায় গুঞ্জন আরও বেড়ে যায়। তবে দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, সংগীতশিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। বর্তমানে মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন তিনি। দাম্পত্য জীবন নিয়ে নানান জল্পনা থাকলেও, মিথিলা ও সৃজিতের পারস্পরিক শুভেচ্ছা বার্তা ভক্তদের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে।