ঢাকা,  শনিবার
০২ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কূটনীতির জয়ের গল্প: শুল্ক কমলো ২০%-এ, ২৫টি বোয়িংসহ বহুমাত্রিক চুক্তি

প্রকাশিত: ০৯:০৯, ২ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কূটনীতির জয়ের গল্প: শুল্ক কমলো ২০%-এ, ২৫টি বোয়িংসহ বহুমাত্রিক চুক্তি

ট্রাম্প

‘অচল’ দরজাও খুলে দিলো ঢাকা, ইউএসটিআর থেকে পেল ৩ দিনের সশরীরে আলোচনার আমন্ত্রণ
শুল্ক কমাতে প্যাকেজে বোয়িং, গম, সয়াবিন, তুলা ও এলএনজি—চমকে দিল বাংলাদেশ
ভিয়েতনামের সঙ্গে টিকে থাকার সুযোগ তৈরি, প্রত্যাশা পূর্ণ না হলেও অর্জন বড়


অচল অবস্থার অবসান: ২৩ জুলাইয়ের চিঠিতেই ঘুরে গেল আমেরিকার মনোভাব

দীর্ঘ কয়েক মাসের জটিলতা, অনিশ্চয়তা ও সময়ক্ষেপণের অবসান ঘটিয়ে বাংলাদেশ এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সাফল্য অর্জন করেছে। গত ১ আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর শুল্কহার ৩৫% থেকে কমিয়ে ২০% করেছে—যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় তুলনামূলকভাবে ‘স্বস্তিদায়ক’ হিসেবে দেখা হচ্ছে।

এই সাফল্যের পেছনে রয়েছে ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের অবস্থানপত্র এবং একইসঙ্গে সমন্বিত ও সুপরিকল্পিত এক আমদানি-প্যাকেজ।


একটি প্যাকেজ, যা পাল্টে দিল হিসাব

ঢাকা থেকে পাঠানো প্রস্তাবনায় শুধু চাওয়া নয়, ছিল দেওয়া ও কৌশলগত প্রতিশ্রুতি। এতে অন্তর্ভুক্ত ছিল—

২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি
৭ লাখ টন গম আমদানির চুক্তি
বাজার দামের চেয়ে বেশি দামে ২.২০ লাখ টন গম কেনার সরকারি সিদ্ধান্ত
এলএনজি আমদানিতে মার্কিন কোম্পানির অগ্রাধিকার
সরকারিভাবে তুলা আমদানি ও দেশীয় আমদানিকারকদের কাছে বিক্রির প্যাকেজ
সয়াবিন, তুলা, ডালসহ কৃষিপণ্য আমদানির বেসরকারি চুক্তি


কৌশলে বাজিমাত: ভার্চুয়াল থেকে সরাসরি বৈঠকে রূপান্তর

এই প্রস্তাবের পরপরই ইউএসটিআর তাদের অবস্থান বদলে বাংলাদেশের প্রতিনিধি দলকে ৩ দিনের সশরীরে বৈঠকের জন্য আমন্ত্রণ জানায়। অথচ শুরুতে বাংলাদেশকে দেওয়া হয়েছিল মাত্র আড়াই ঘণ্টার একটি ভার্চুয়াল স্লট।

বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তাঁরা যুক্তরাষ্ট্রে থাকা শেভরন, এক্সিলারেট এনার্জি, ইউএস সয়াবিন কাউন্সিল, আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংস্থার সঙ্গে একাধিক ভার্চুয়াল ও সরাসরি বৈঠক করেন।


কী কী চুক্তি হয়েছে?

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল স্বাক্ষর করেছেন ১৩০ মিলিয়ন ডলারের সয়াবিন আমদানির চুক্তি
বাংলাদেশি আমদানিকারকরা সই করেছেন ৩০–৩৫ মিলিয়ন ডলারের মার্কিন তুলা আমদানি চুক্তি
বেসরকারি খাত যুক্ত হয়েছে বৃহৎ পরিসরে কৃষিপণ্য আমদানিতে


বোয়িং কিনলেও অর্থ একবারে নয়

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানান, ২৫টি বোয়িং বিমান সরবরাহে ১০–১৫ বছর সময় লাগবে। তাই একসঙ্গে বড় অর্থ পরিশোধের প্রয়োজন হবে না, যা দেশের অর্থনীতির ওপর চাপ কমাবে।

তিনি আরও বলেন, “বিশ্বের অনেক দেশ যেখানে ইউএসটিআরের সঙ্গে বৈঠকই করতে পারেনি, বাংলাদেশ সেখানে ৪৫ মিনিটের ফলপ্রসূ আলোচনা করেছে।”


প্রত্যাশা ছিল আরও কম শুল্ক, কিন্তু জয় অমূল্য

বাংলাদেশের লক্ষ্য ছিল শুল্ক আরও কমিয়ে আনা। তবে বর্তমান অবস্থায় ২০ শতাংশ হারকে ‘টিকে থাকার মতো’ বলছেন সংশ্লিষ্টরা। ভিয়েতনাম যেখানে ২০ শতাংশ এবং ভারত অনেকক্ষেত্রে ঘরোয়া বাণিজ্যসুবিধা পায়, সেখানে বাংলাদেশের অবস্থানকে এই শুল্ক হার টিকিয়ে রাখতে সহায়ক হবে।


বিশেষজ্ঞদের মত: “এটি একটি কৌশলগত বিজয়”

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “পাল্টা শুল্কের ঝুঁকি এড়াতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে বোয়িং, গম, সয়াবিনসহ একটি প্যাকেজ দিয়েছে। আরও কিছু আছে, যা এখন বলা যাচ্ছে না।”

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ আগামী দেড় বছরের মধ্যে ৩ বিলিয়ন ডলারের অতিরিক্ত পণ্য আমদানির পরিকল্পনা করছে, যা যুক্তরাষ্ট্রের চোখে বাংলাদেশকে আরও আকর্ষণীয় বানিয়েছে।


উপসংহার: দরকষাকষির মঞ্চে বাংলাদেশ এখন একটি শক্তিশালী পক্ষ

এই আলোচনায় বাংলাদেশ শুধু শুল্ক কমাতে পারেনি, বরং বৈশ্বিক বাণিজ্য আলোচনায় এক কৌশলী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছে। সরকার ও বেসরকারি খাতের সমন্বয় এবং দক্ষ কূটনীতির কারণে একটি ভার্চুয়াল মিটিং তিন দিনে রূপান্তরিত হয়েছে—এটাই বাংলাদেশের সফলতার বড় দৃষ্টান্ত।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531