ঢাকা,  বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টার ভাষণ ৫ অথবা ৮ আগস্ট: নির্বাচনের সময় ঘোষণা আসছে

প্রকাশিত: ১০:৪৩, ৩ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার ভাষণ ৫ অথবা ৮ আগস্ট: নির্বাচনের সময় ঘোষণা আসছে

ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা আসন্ন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ বা ৮ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে এই ঘোষণা দিতে পারেন বলে একাধিক সরকারি সূত্র নিশ্চিত করেছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভাষণের নির্দিষ্ট দিন ও সময় এখনো চূড়ান্ত হয়নি। তবে ভাষণটি ৫ আগস্ট অথবা ৮ আগস্টে হতে পারে—এই দুইটি তারিখের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক গঠনের দিন।

অভ্যন্তরীণ এক সূত্র জানিয়েছে, ড. ইউনূস নিজে ৫ আগস্টের গুরুত্বকে প্রাধান্য দিচ্ছেন। কারণ তিনি অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা-তারিখকে ব্যক্তিকেন্দ্রিক না করে গণআন্দোলনের প্রতীকি দিনটিকে সামনে আনতে চান। তদুপরি, ওইদিন বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণাও দিয়েছে সরকার।

ভাষণের মাধ্যমে ড. ইউনূস নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার আহ্বান জানাবেন বলে জানা গেছে।

গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে তিনি আশ্বস্ত করেন, “চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের সময় ঘোষণা করবেন।” ওই বৈঠক শেষে ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা ক্যাটাগরিকালি বলেছেন, নির্বাচন ঘোষণার সময় একেবারেই ঘনিয়ে এসেছে।”

এর আগে ৯ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে ড. ইউনূস বলেন, নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে। আরও আগেই, ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি বলেন, নির্বাচন ২০২৬ সালের রমজানের আগেই সম্পন্ন হবে।

সবমিলিয়ে, ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি শেষ করার নির্দেশনা এবং আসন্ন ভাষণের ঘোষণা—এই দুইয়ের সমন্বয়ে দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী উত্তেজনা।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531