
এশিয়া কাপ
আগেই গ্রুপিং ও ম্যাচের তারিখ প্রকাশিত হলেও এবার ঘোষণা এলো ভেন্যু ও ম্যাচ শুরুর সময়। আগামী ১১ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। শনিবার এক বিজ্ঞপ্তিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, এবারের টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি ভেন্যুতে—আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই চলবে ১৯ দিনব্যাপী, মোট ম্যাচ ১৯টি। এর মধ্যে ১১টি ম্যাচ হবে দুবাইয়ে, আর ৮টি আবুধাবিতে।
বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে
বাংলাদেশ জাতীয় দল তাদের তিনটি গ্রুপ ম্যাচ খেলবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
-
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং
-
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
-
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
এই তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ম্যাচ শুরুর সময়: রাত ৮টা, তবে একটি ব্যতিক্রম
টুর্নামেন্টের প্রায় সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়, শুধু ১৫ সেপ্টেম্বর একটি ম্যাচ ছাড়া।
-
১৫ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টা: সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান (আবুধাবি)
-
একই দিনে রাত ৮টায় হবে হংকং বনাম শ্রীলঙ্কার ম্যাচ (দুবাই)
ভারত-পাকিস্তান মহারণ ১৪ ও ২১ সেপ্টেম্বর
টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ, ভারত-পাকিস্তান দ্বৈরথ, অনুষ্ঠিত হবে:
-
১৪ সেপ্টেম্বর, গ্রুপ পর্বে (দুবাই)
-
সম্ভাব্য পুনর্মিলন ২১ সেপ্টেম্বর, সুপার ফোরে (দুবাই, নির্ধারিত সময় রাত ৮টা)
‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে ওমান ও স্বাগতিক আরব আমিরাত। শক্তির বিচারে ভারত-পাকিস্তানেরই সুপার ফোরে ওঠার সম্ভাবনা বেশি।
সুপার ফোর ও ফাইনাল
দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল নিয়ে গঠিত হবে সুপার ফোর। সেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সুপার ফোর শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল, যা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এসিসি সভাপতির আশাবাদ
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি সময় ও ভেন্যু চূড়ান্ত করে বলেন,
“গ্যালারিভরা দর্শক আর সত্যিই শ্বাসরুদ্ধকর কিছু লড়াই দেখার অপেক্ষায় আছি।”