ঢাকা,  মঙ্গলবার
১৬ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

শাহরুখ–কাজলের এক গানেই খরচ ১০ কোটি টাকা

প্রকাশিত: ০৯:০৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫

শাহরুখ–কাজলের এক গানেই খরচ ১০ কোটি টাকা

বলিউডের ইতিহাসে শাহরুখ খান ও কাজলের জুটি এক অনন্য অধ্যায়। রোহিত শেঠি পরিচালিত দিলওয়ালে (২০১৫) সিনেমাটি বক্স অফিসে তেমন সফল না হলেও এর গান ‘গেরুয়া’ এখনো দর্শকের মনে বিশেষ জায়গা দখল করে আছে। গানটির শুটিং, বাজেট ও স্মৃতিগুলো নিয়ে সম্প্রতি নানা অজানা তথ্য প্রকাশ করেছেন কোরিওগ্রাফার ফারাহ খান।

ব্যয়বহুল শুটিং অভিজ্ঞতা

ফারাহ খান জানিয়েছেন, গানটির শুটিং হয়েছিল আইসল্যান্ডের দক্ষিণ উপকূল, রেইনিসফজারা বিচ, ভেস্ত্রাহর্ন পর্বত এবং আগ্নেয়গিরির প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে। তবে এই সৌন্দর্যের পেছনে খরচ হয়েছিল প্রায় সাত কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ১০ কোটি)। কেবল শাহরুখ–কাজলকে নিয়েই শুটিং হলেও খরচের হিসাবে এটি বলিউডের অন্যতম ব্যয়বহুল গান।

শুটিংয়ের দুর্ভোগ

কাজল শুটিংয়ের স্মৃতি মনে করে বলেছিলেন—
 “তিনটি জ্যাকেট ও হুডি পরেও দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। ঠান্ডায় ঠোঁট নীল হয়ে যাচ্ছিল, লিপসিঙ্ক করা যাচ্ছিল না।”

শাহরুখ খানও জানিয়েছেন, তাঁরা বরফখণ্ডের ওপর দাঁড়িয়ে শুট করছিলেন। পিছলে না যাওয়ার জন্য তাঁদের বেঁধে রাখা হয়েছিল।

ফারাহ খান মজা করে আফসোস করেছিলেন,
 “কে বলল, আইসল্যান্ডে নাকি গ্রীষ্ম থাকে!”

পরিচালক রোহিত শেঠিও মন্তব্য করেছিলেন,
 “এটা একেবারেই সহনীয় নয়।”

বলিউডে ব্যয়বহুল গানের প্রতিযোগিতা

যদিও গেরুয়া–র খরচ ছিল সাত কোটি রুপি, তবুও এটিই বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান নয়। শংকর পরিচালিত গেম চেঞ্জার সিনেমার গানগুলোর পেছনে খরচ হয়েছে আরও অনেক বেশি। জানা গেছে, ছবির সাতটি গানের মধ্যে চারটির পেছনেই ব্যয় হয়েছে ৭৫ কোটি রুপি

গণেশ আচার্যের কোরিওগ্রাফিতে এসব গানে অংশ নিয়েছিলেন এক হাজারেরও বেশি নৃত্যশিল্পী। তবে বিপুল বাজেটের পরও গেম চেঞ্জার প্রত্যাশিত সাফল্য পায়নি এবং বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

জনপ্রিয়তায় অমর ‘গেরুয়া’

বিপুল খরচ, ভয়ংকর শীত ও কষ্টসাধ্য শুটিং—সবকিছুকে ছাপিয়ে শাহরুখ–কাজলের রসায়নে তৈরি গেরুয়া এখনো বলিউডপ্রেমীদের হৃদয়ে জায়গা করে আছে। নব্বইয়ের দশকের জুটিকে আধুনিক সময়ে ফিরিয়ে আনার এই গানকে বলিউড ইতিহাসের স্মরণীয় আইটেম হিসেবেই গণ্য করা হয়।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531