ঢাকা,  মঙ্গলবার
১৬ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

প্রকাশিত: ০৮:৪৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫

প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

পাকিস্তানি তারকা হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার প্রথমবারের মতো ঢাকায় আসছেন। সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির আমন্ত্রণে তিনি শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে হানিয়ার একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, 

“হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।”

হানিয়া আমির দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এবার সেই সূত্রেই তার ঢাকায় আসা। তবে তিনি ঠিক কোন তারিখে আসবেন, তা পরে জানানো হবে বলে জানিয়েছে সানসিল্ক বাংলাদেশ। ঢাকায় কয়েকদিন অবস্থান করারও পরিকল্পনা রয়েছে তার।

২০১৬ সালে জনান সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। প্রায় এক দশকের অভিনয় জীবনে মেরে হামসাফার, ফেইরি টেল, দিলরুবা, আনাকাভি মে কাভি তুম–এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি বলিউডের সরদারজি ৩ ছবির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনেও আত্মপ্রকাশ করেছেন হানিয়া।

রোমান্টিক, কমেডি, গ্ল্যামারাস কিংবা গম্ভীর—সব ধরনের চরিত্রেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশেও রয়েছে তার ব্যাপক ভক্তসমাজ। এবার ঢাকায় সরাসরি প্রিয় তারকাকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দেশীয় দর্শক-ভক্তরা।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531