ঢাকা,  রোববার
০৬ জুলাই ২০২৫

Advertisement
Advertisement

‘‘আমার নাকি দুটি বিয়ে হয়েছে, বাচ্চাও আছে!’ বললেন তানজিন তিশা, বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট বক্তব্য

প্রকাশিত: ১৮:৪৫, ৫ জুলাই ২০২৫

‘‘আমার নাকি দুটি বিয়ে হয়েছে, বাচ্চাও আছে!’ বললেন তানজিন তিশা, বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট বক্তব্য

তানজিন তিশা

সময়ের আলোচিত অভিনেত্রী তানজিন তিশা অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়শই খবরের শিরোনামে থাকেন। প্রেম, গোপন বিয়ে, সন্তান—এই সব গুঞ্জনের কেন্দ্রে থাকা তিশা এবার খোলামেলা কথা বলেছেন এসব বিষয়ে।

সম্প্রতি ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের এক আড্ডার অনুষ্ঠানে নিজের ব্যক্তিজীবন ঘিরে চলা নানা গুজব সম্পর্কে মুখ খোলেন তিনি।

‘‘আমার নাকি দুটি বিয়ে হয়েছে, বাচ্চাও আছে!’’

জায়েদ খানের এক প্রশ্নের জবাবে তিশা বলেন, “আমার নাকি দুটি বিয়ে হয়েছে। তিন নম্বর বিয়ের প্রস্তুতি চলছে। আমার একটা বাচ্চা আছে, যা দাদির কাছে আছে। ইনশা আল্লাহ আমি বিয়ে করব। তবে এমনটা শুনে আমি ও আমার পরিবারের সবাই হেসেছি।”

তিশা বলেন, এসব গুজব নিয়ে তিনি খুব একটা ভাবেন না। বরং এগুলো অনেক সময় বিনোদনের খোরাক হয়ে দাঁড়ায়।

বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, সময় চাচ্ছেন পাঁচ বছর

জায়েদ খানের আরেক প্রশ্ন—“পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?”—এর জবাবে তিশা স্পষ্ট করেই বলেন, “ডেফিনিটলি আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব। আমি জানি, সহজে কোনো নারী শিল্পী এই ধরনের কথা বলে না। কিন্তু আমি বলি কারণ, মানুষের পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনও থাকে। এটাকে এড়িয়ে যাওয়া যায় না।”

তিনি আরও যোগ করেন, “আজ অথবা আগামীকাল আমাকে বিয়ে করতে হবেই। সবাই তো করছে। সবার একটা ভবিষ্যৎ থাকে। সেই জায়গা থেকেই আমি ভাবি—বিয়ে করতেই হবে।”

যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে নতুন কাজে ফিরেছেন

মাসখানেক আগে তানজিন তিশা ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সে সময় তাঁর ঘোরাঘুরির ছবি ও ভিডিও ভাইরাল হয়। দেশে ফিরে আবারও তিনি ব্যস্ত হয়েছেন শুটিংয়ে।

বর্তমানে তিনি কাজ করছেন ভিকি জাহেদ পরিচালিত নতুন নাটকে, যার নাম ‘খোয়াবনামা’। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নাটকটি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে।

ব্যক্তিজীবনের গুঞ্জনকে পাশ কাটিয়ে তানজিন তিশা নিজের ভবিষ্যৎ জীবন সম্পর্কে যেভাবে খোলামেলা কথা বলেছেন, তা অনেকের জন্যই সাহসিকতার উদাহরণ হতে পারে। তাঁর কথায় স্পষ্ট—শুধু অভিনেত্রী হিসেবেই নয়, একজন নারী হিসেবেও তিনি নিজের জীবন পরিকল্পনা ঠিকভাবে সাজিয়ে নিচ্ছেন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531