
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা
একসময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অভিনয় থেকে দূরে থাকলেও তিনি নিয়মিত সক্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের সঙ্গে নানা মুহূর্ত ভাগাভাগি করে নেন তিনি।
সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন প্রভা। তবে ছবিটিতে নিন্দনীয় মন্তব্য করেন মহিউদ্দিন আল কাদেরী নামে এক ফেসবুক ব্যবহারকারী। মন্তব্যে তিনি প্রভার অতীত ব্যক্তিগত বিতর্ককে টেনে আনেন।
সাধারণত নীরব থাকলেও এ ঘটনায় চুপ থাকেননি প্রভা। কড়া ভাষায় জবাব দিয়ে তিনি লেখেন- হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।
প্রভার এই জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা তাকে সমর্থন জানিয়ে প্রশংসায় ভরিয়ে দেন।