ঢাকা,  বৃহস্পতিবার
২৮ আগস্ট ২০২৫

Advertisement
Advertisement

বিয়ের আগে মা হওয়া নিয়ে গর্ববোধ করেন নেহা ধুপিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ২৫ আগস্ট ২০২৫

বিয়ের আগে মা হওয়া নিয়ে গর্ববোধ করেন নেহা ধুপিয়া

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া আবারও আলোচনায়। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্বামী অভিনেতা অঙ্গদ বেদির সঙ্গে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় মা হওয়ার কারণে তাকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

নেহা বলেন, আমি অঙ্গদকে বিয়ে করি, আর ছয় মাস পর আমাদের মেয়ে মেহরের জন্ম হয়। কিন্তু আমাদের বিয়ে ঘিরে সবার বড় প্রশ্ন ছিল ‘ছয় মাসে বাচ্চা এলো কীভাবে?’ এখনো পর্যন্ত মাঝে মাঝে সেই সমালোচনার মুখোমুখি হতে হয় আমাকে।

তিনি আরও জানান, বিয়ের আগে গর্ভধারণ প্রসঙ্গ উঠলেই তাকে নিয়ে গুঞ্জন তৈরি হয়। তবে সেই প্রসঙ্গকে হালকাভাবে নিয়েই নেহা বলেন, অন্তত আমি নীনা গুপ্তা আর আলিয়া ভাটের মতো তারকাদের সঙ্গে এক তালিকায় আছি। তবে সত্যিই, এই সব গুঞ্জন হাস্যকর।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করার মাত্র দুই মাস পরই গর্ভাবস্থার ঘোষণা দেন আলিয়া ভাট। তখনও গুঞ্জন ওঠে, আলিয়া হয়তো বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন। সেই প্রসঙ্গ টেনেই নেহা আলিয়ার নাম উল্লেখ করেন।

শুধু সমালোচনা নয়, এই অভিজ্ঞতাই নেহাকে অনুপ্রাণিত করেছে ‘ফ্রিডম টু ফিড’ নামে উদ্যোগ নিতে, যেখানে মাতৃত্ব, বুকের দুধ খাওয়ানো এবং নতুন মায়েদের নানা চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনাকে স্বাভাবিক করার চেষ্টা করছেন তিনি।

নেহার মতে, কে কখন বিয়ে করবেন, সন্তান ধারণ করবেন, সেটা অন্য কেউ বলে দিতে পারে না। গর্ভাবস্থা এক অসাধারণ অনুভূতি, আর সেটাই যথেষ্ট।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531