স্বরা ভাস্কর
ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে আবারও বিতর্কের কেন্দ্রে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গাজা ও পুরো ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশের প্রচার করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ফিলিস্তিনের জন্য মুম্বাইয়ে সংহতি সভা
আগামী ১৮ জুন, ভারতের বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনগুলো—যেমন সিপিআই, সিপিআই(এম), সিপিআই(এমএল), আরএসপি এবং সমাজবাদী পার্টি—মুম্বাইতে একটি সংহতি সভার আয়োজন করেছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও সংহতি প্রকাশই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
স্বরা নিজের সামাজিক মাধ্যমে সমাবেশের পোস্টার শেয়ার করে লিখেছেন,
“মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।”
নেটিজেনদের সমালোচনার মুখে
স্বরার পোস্ট সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় প্রবল বিতর্ক। অনেকেই অভিযোগ তোলেন, তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের নির্যাতনের বিষয়েই সরব হন, অথচ অন্যান্য সংখ্যালঘু বা নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষে তাকে কখনও মুখ খুলতে দেখা যায় না।
একজন মন্তব্য করেন,
“সিরিয়া, সুদান, বালোচিস্তান কিংবা পাকিস্তানের হিন্দুদের নিয়ে কিছু বলেন না কেন?”
আরেকজন লেখেন,
“পেহেলগামে হামলায় নিহতদের জন্য তো কোনো সভার ডাক দেননি। তাহলে ফিলিস্তিনিদের জন্য এত দরদ কেন?”
সমর্থনও মিলছে
তবে সমালোচনার মাঝেও অনেকেই স্বরার অবস্থানকে মানবিক ও ন্যায়সঙ্গত বলে সমর্থন জানিয়েছেন। তারা বলছেন, এই মুহূর্তে ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চলছে, তার প্রতিবাদ জানানো একজন সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।
জবাব না দিলেও, অবস্থানে অনড়
এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় স্বরা ভাস্কর এই বিতর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে অতীতের মতো এবারও তিনি নিজের অবস্থান থেকে সরবেন না বলেই মনে করছেন তার অনুরাগীরা।



.png)
.png)