ঢাকা,  বুধবার
১৭ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা–জয়সহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত: ১৬:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২৫

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা–জয়সহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৩০ সেপ্টেম্বর

হাসিনা–জয়

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে বুধবার (১৭ সেপ্টেম্বর) চতুর্থ দিনে পাঁচজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। আসামিরা পলাতক থাকায় তাঁরা সাক্ষীদের জেরা করতে পারবেন না।


কারা সাক্ষ্য দিয়েছেন

  • রিয়াদ মাহমুদ – সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক (গণভন শাখা)

  • মোহাম্মদ ওসমান গনি – প্রধান উপদেষ্টা কার্যলয়ের ব্যক্তিগত কর্মকর্তা

  • মো. জাকির হোসেন – ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

  • মিঠুন চন্দ্র বালা – রেজিস্ট্রার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

  • নাহিদ হোসেন – কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ৩০ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন।


মামলার পটভূমি

  • গত ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

  • পৃথক তিন মামলায় আসামি করা হয়েছে:

    • শেখ হাসিনাসহ ১২ জনকে,

    • সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জনকে,

    • সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে

  • এর আগে গত ২০ জুলাই, মহানগর দায়রা জজ আদালত প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া ছয়টি মামলা বিশেষ জজ আদালতে বিচারের জন্য পাঠানোর নির্দেশ দেন।


আসামিদের মধ্যে আরও রয়েছেন

শেখ রেহানা ও তাঁর মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, এবং আরও কয়েকজন সাবেক সদস্য ও কর্মকর্তারা।


মামলার সূত্র

২০২৫ সালের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক ছয়টি মামলা দায়ের করে। অভিযোগ, রাজউকের প্লট বরাদ্দ প্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যসহ একাধিক প্রভাবশালী ব্যক্তি সুবিধাভোগী হয়েছেন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531