
এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে হাত না মেলানো বিতর্ক ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে বদলানোর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।
ক্রিকবাজের খবরে বলা হয়, আইসিসির অপারেশনস কিংবা আইনি বিভাগ থেকে পিসিবিকে জানানো হয়েছে, টসের সময় অধিনায়কদের হাত না মেলানোর সিদ্ধান্ত এসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তাদের কাছ থেকে। পাইক্রফট কেবল সেই নির্দেশনা অনুসরণ করেছিলেন। তাই তাঁকে ভারতীয় দলের পক্ষ নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।
কিন্তু পাকিস্তানি সংবাদমাধ্যম ও বোর্ড ভিন্ন দাবি করছে। তাদের মতে, পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে নাকি হাত মেলাতে বারণ করেছিলেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে পিসিবি ও এসিসি প্রধান মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। তিনি জানান, পাইক্রফটের আচরণ “স্পিরিট অব ক্রিকেট”–এর পরিপন্থী এবং তাঁকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরানো উচিত।
এদিকে ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিংরুমে ফিরে যান। এমনকি ড্রেসিংরুমের বাইরে অপেক্ষায় থাকা পাকিস্তানিদের সঙ্গেও দেখা করতে আসেননি কেউ। এতে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান অধিনায়ক সালমান আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন।
সবশেষে প্রশ্ন উঠেছে, আগামীকাল দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে পাইক্রফটই থাকছেন ম্যাচ রেফারি হিসেবে। পিসিবি এর আগে সতর্ক করেছিল—তাঁকে না সরালে ম্যাচে অংশ নেবে না পাকিস্তান দল। এখন দেখা যাক, বোর্ড কথামতো সত্যিই ম্যাচ বর্জন করে কি না, নাকি শেষ পর্যন্ত মাঠে নামে দলটি।