
নোবেল
পুলিশ বলছে, নোবেল ব্ল্যাকমেইলের জন্য ভিডিও ধারণ করেছিলেন, পালাতে চেয়েছিলেন সীমান্ত পেরিয়ে
প্রখ্যাত কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি ইডেন কলেজের এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছেন। এই ঘটনায় ধর্ষণ, নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে পুলিশ গতকাল সোমবার রাতে অভিযান চালায় এবং নির্যাতনের শিকার ছাত্রীকে উদ্ধার করে। নোবেল প্রথমে পালিয়ে গেলেও রাত ২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে ডেমরা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়।
সাত মাস ধরে বন্দিত্ব ও নির্যাতন
পুলিশ জানিয়েছে, গত নভেম্বরে গুলশানে দেখা করার কথা বলে ছাত্রীটিকে ডেকে নেন নোবেল। পরে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাজধানীর ডেমরার একটি বাসায় নিয়ে যান এবং সেখানে দীর্ঘ সাত মাস ধরে আটকে রাখেন। এ সময় তিনি ছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেন। ধর্ষণের ভিডিও চুপিসারে মোবাইল ফোনে ধারণ করে ছাত্রীটিকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
ভাইরাল ভিডিও থেকে ফাঁস ঘটনা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে নোবেলকে এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামাতে দেখা যায়। পুলিশ বলছে, ভিডিওতে দেখা যাওয়া নারীই ভুক্তভোগী ছাত্রী। ভিডিও দেখে মেয়েটির পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় আসে এবং ৯৯৯-এ ফোন করে পুরো বিষয়টি জানায়।
পালানোর চেষ্টা ব্যর্থ
ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন, নোবেল সীমান্ত পথে দেশত্যাগের পরিকল্পনা করেছিলেন এবং পালানোর জন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন। তবে পুলিশের তৎপরতায় পালাতে পারেননি। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ চলছে।
মামলার ধারা
ওসি জানান, নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। পাশাপাশি, ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও আলাদা মামলা দায়ের হয়েছে।
নোবেলকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে তদন্তের প্রয়োজনে। বিষয়টি নিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উল্লেখযোগ্য: মাঈনুল আহসান নোবেল ২০১৯ সালে ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে আলোচনায় আসেন। এরপর দেশ-বিদেশে কনসার্ট ও গানে সরব থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগে পুরো সাংস্কৃতিক অঙ্গন হতবাক।