ঢাকা,  সোমবার
০১ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

ঢাকায় ২০ টাকায় মিলবে পরিবেশবান্ধব পাটের ব্যাগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ৩১ আগস্ট ২০২৫

ঢাকায় ২০ টাকায় মিলবে পরিবেশবান্ধব পাটের ব্যাগ

রাজধানীর বিভিন্ন বাজারে ভর্তুকি মূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।  টিসিবির নির্ধারিত ডিলারদের মাধ্যমে মাত্র ২০ টাকা থেকে শুরু করে ৮০ টাকায় পাওয়া যাবে এই ব্যাগ।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে টেকসই ও পুনঃব্যবহারযোগ্য পাটের ব্যাগ ব্যবহার করা জরুরি। সরকারের এই উদ্যোগকে সফল করতে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বাজারে পলিথিন পাওয়া গেলে কোনো ছাড় দেয়া হবে না, জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য নিয়মিত বাজার পরিদর্শন চালানো হবে। 

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য এখনই পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করা প্রয়োজন। পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করে সবাই মিলে এ আন্দোলনকে সফল করার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531