ঢাকা,  সোমবার
১৫ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

অপুকে নিয়ে বুবলীর পোস্ট, আবার আলোচনায় শাকিব খানের দুই স্ত্রী

প্রকাশিত: ১৭:০৮, ১১ জুন ২০২৫

অপুকে নিয়ে বুবলীর পোস্ট, আবার আলোচনায় শাকিব খানের দুই স্ত্রী

অপু-শাকিব

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যকার ‘অদৃশ্য প্রতিযোগিতা’ আবারও আলোচনায় এসেছে। ঈদুল আজহার সময় নিজের দুই সন্তান আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটানোর দৃশ্য ঘিরে এই আলোচনার সূত্রপাত।

গত মঙ্গলবার শাকিব খান, অপু বিশ্বাস ও তাঁদের ছেলে জয়-এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মাস্ক পরে শাকিব খান একটি বিপণিবিতান থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বের হচ্ছেন, আর তাঁদের সঙ্গে রয়েছেন অপু বিশ্বাস। তিনজনের মুখেই একই ধরনের মাস্ক। গাড়ির সামনের আসনে শাকিব ও জয়, পেছনে অপু বিশ্বাস।

এই ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে শবনম বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুকে শাকিব খান ও তাঁদের সন্তান শেহজাদ খান বীরের একাধিক স্থিরচিত্র পোস্ট করেন। ছবিগুলোতে গুলশানে শাকিব খানের অফিসে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় বুবলী ও শেহজাদকে।

সূত্র মতে, ছবিগুলো ২০২৫ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে, শেহজাদের জন্মদিন উপলক্ষে তোলা হয়েছিল। তবে ঈদের দিন অপু বিশ্বাস ও জয়কে ঘিরে ভিডিও ভাইরালের কয়েক ঘণ্টার মধ্যেই বুবলীর এই ছবিগুলো প্রকাশ, অনেকের কাছেই প্রতিযোগিতামূলক প্রতিক্রিয়া বলে মনে হয়েছে।

বুবলী তাঁর পোস্টে লেখেন,

“অনুগ্রহ করে কিছু না জেনে, কারও চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, মন্তব্য করা এবং ট্যাগ করা বন্ধ করুন, বিশেষ করে বাচ্চাদের নিয়ে... বাবা শাকিব খান তাঁর সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন... সব বাবা-মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই...”

তিনি আরও যোগ করেন,

“কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদও শেহজাদ তার বাবা-মাসহ পুরো পরিবারের সাথেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক বিশেষ দিনগুলোর মতোই।”

অন্যদিকে, ঈদের সময় শাকিব খান ‘তাণ্ডব’ সিনেমা নিয়ে চূড়ান্ত ব্যস্ত সময় পার করছেন। দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেখতে দর্শকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। তবে সেই সময়টাতেই তিনি সন্তানদের সঙ্গেও সময় কাটিয়েছেন, যা নেটিজেনদের নজর এড়ায়নি।

উল্লেখ্য, ২০২২ সালে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান বলেছিলেন,

“আমি যেমন আব্রাহাম ও শেহজাদের বাবা, তেমনি অপু-বুবলীও তাদের মা। সন্তানদের কারণে তাদের মায়েদের সঙ্গে আমার দেখা হবে, এটা খুবই স্বাভাবিক। তবে একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত।”

তিনি আরও বলেন,

“তারা আমার দুই সন্তানের মা, সন্তানের মা হিসেবে তাদের প্রতি আমার যে সম্মান ও সম্পর্কটা থাকা দরকার, স্রেফ সেটুকুই থাকবে।”

এই বক্তব্যের পরও, সামাজিক মাধ্যমে সময় ভাগাভাগির প্রতিচ্ছবি ও প্রতিক্রিয়াগুলো দেখে অনেকেই প্রশ্ন করছেন—এটা কি নিছক পিতৃত্বের প্রকাশ, নাকি দুই নায়িকার মধ্যে অঘোষিত একটি প্রতিযোগিতা?

যা-ই হোক, একটিই বিষয় স্পষ্ট—শাকিব খান, তাঁর সন্তান এবং এই দুই নায়িকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ কমছে না বরং বেড়েই চলেছে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531