
সাদিক ও ফরহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) এবারের নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন দুই তরুণ, যাঁদের শিকড় পার্বত্য চট্টগ্রামে। একজন খাগড়াছড়ির, অন্যজন রাঙামাটির। পাহাড়ি জনপদে বেড়ে ওঠা এই দুজন এখন দেশের সবচেয়ে প্রভাবশালী ছাত্রসংগঠনের নেতৃত্বে।
পরিবার ও বেড়ে ওঠা
সাদিক কায়েম (ভিপি):
-
বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামে।
-
পরিবারের শেকড় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়; বাবা কাপড়ের ব্যবসায়ী। ব্যবসার সূত্রে প্রায় ৪০ বছর আগে খাগড়াছড়িতে স্থায়ী হন।
-
প্রাথমিক শিক্ষা: খাগড়াছড়ির বায়তুশ শরফ মাদ্রাসা থেকে দাখিল।
-
আলিম: চট্টগ্রাম নগরের বায়তুশ শরফ মাদ্রাসা।
-
উচ্চশিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
-
পাঁচ ভাইবোনের মধ্যে একজন বোন বিবাহিত, আরেক ভাই ও বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আরেক বোন খাগড়াছড়ি সরকারি কলেজে পড়ছেন।
এস এম ফরহাদ (জিএস):
-
বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের গাথাছড়া গ্রামে।
-
পরিবারের শেকড় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়; বাবার চাকরির সূত্রে পরিবার লংগদুতে স্থায়ী হয়।
-
শিক্ষা: স্থানীয় বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল, এরপর চট্টগ্রাম নগরের বায়তুশ শরফ মাদ্রাসা থেকে আলিম।
-
উচ্চশিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট।
-
ফরহাদ দুই ভাইবোনের বড়; ছোটবেলা থেকেই মেধাবী ও শান্ত স্বভাবের হিসেবে পরিচিত।
ছাত্রজীবন ও সংগঠন
-
সাদিক কায়েম: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি। বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক। জুলাই অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম চালুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
-
এস এম ফরহাদ: এ বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হন। পাশাপাশি তিনি ডিবেটিং সোসাইটি, জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাব ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠনে সক্রিয় ছিলেন।
পরিবার ও স্থানীয়দের প্রতিক্রিয়া
-
সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম:
“আমার ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। ভোটারদের কাছে কৃতজ্ঞ। আমার সন্তানের জন্য দোয়া চাই, যেন সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।” -
প্রতিবেশী মায়া রানী দে:
“সাদিকের এই সাফল্য পুরো খাগড়াছড়ির মানুষের। ছোটবেলা থেকেই ভদ্র ও মেধাবী ছিল।” -
প্রতিবেশী মো. নিজাম উদ্দিন:
“সাদিকের জয় আমাদের আনন্দিত করেছে। সে শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করবে বলে আশা রাখি।” -
খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু ওসমান:
“সাদিক আমাদের মাদ্রাসার মেধাবী ছাত্র। তার অর্জন অন্যদের জন্য প্রেরণাদায়ক।” -
ফরহাদের বাবা হাফেজ মাওলানা ফোরকান আহমদ:
“ফরহাদ ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের। বৃত্তি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতায় দাখিলে জিপিএ-৫ পেয়ে আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তার বিজয় শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন।”