ঢাকা,  শনিবার
১৩ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

ডাকসুর নেতৃত্বে দুই পাহাড়ি তরুণ: সাদিক কায়েম ও এস এম ফরহাদ

প্রকাশিত: ১৯:২৯, ১২ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুর নেতৃত্বে দুই পাহাড়ি তরুণ: সাদিক কায়েম ও এস এম ফরহাদ

সাদিক ও ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) এবারের নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন দুই তরুণ, যাঁদের শিকড় পার্বত্য চট্টগ্রামে। একজন খাগড়াছড়ির, অন্যজন রাঙামাটির। পাহাড়ি জনপদে বেড়ে ওঠা এই দুজন এখন দেশের সবচেয়ে প্রভাবশালী ছাত্রসংগঠনের নেতৃত্বে।


পরিবার ও বেড়ে ওঠা

সাদিক কায়েম (ভিপি):

  • বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামে।

  • পরিবারের শেকড় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়; বাবা কাপড়ের ব্যবসায়ী। ব্যবসার সূত্রে প্রায় ৪০ বছর আগে খাগড়াছড়িতে স্থায়ী হন।

  • প্রাথমিক শিক্ষা: খাগড়াছড়ির বায়তুশ শরফ মাদ্রাসা থেকে দাখিল।

  • আলিম: চট্টগ্রাম নগরের বায়তুশ শরফ মাদ্রাসা।

  • উচ্চশিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

  • পাঁচ ভাইবোনের মধ্যে একজন বোন বিবাহিত, আরেক ভাই ও বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আরেক বোন খাগড়াছড়ি সরকারি কলেজে পড়ছেন।

এস এম ফরহাদ (জিএস):

  • বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের গাথাছড়া গ্রামে।

  • পরিবারের শেকড় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়; বাবার চাকরির সূত্রে পরিবার লংগদুতে স্থায়ী হয়।

  • শিক্ষা: স্থানীয় বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল, এরপর চট্টগ্রাম নগরের বায়তুশ শরফ মাদ্রাসা থেকে আলিম।

  • উচ্চশিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট।

  • ফরহাদ দুই ভাইবোনের বড়; ছোটবেলা থেকেই মেধাবী ও শান্ত স্বভাবের হিসেবে পরিচিত।


ছাত্রজীবন ও সংগঠন

  • সাদিক কায়েম: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি। বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক। জুলাই অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম চালুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

  • এস এম ফরহাদ: এ বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হন। পাশাপাশি তিনি ডিবেটিং সোসাইটি, জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাব ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠনে সক্রিয় ছিলেন।


পরিবার ও স্থানীয়দের প্রতিক্রিয়া

  • সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম:
    “আমার ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। ভোটারদের কাছে কৃতজ্ঞ। আমার সন্তানের জন্য দোয়া চাই, যেন সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।”

  • প্রতিবেশী মায়া রানী দে:
    “সাদিকের এই সাফল্য পুরো খাগড়াছড়ির মানুষের। ছোটবেলা থেকেই ভদ্র ও মেধাবী ছিল।”

  • প্রতিবেশী মো. নিজাম উদ্দিন:
    “সাদিকের জয় আমাদের আনন্দিত করেছে। সে শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করবে বলে আশা রাখি।”

  • খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু ওসমান:
    “সাদিক আমাদের মাদ্রাসার মেধাবী ছাত্র। তার অর্জন অন্যদের জন্য প্রেরণাদায়ক।”

  • ফরহাদের বাবা হাফেজ মাওলানা ফোরকান আহমদ:
    “ফরহাদ ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের। বৃত্তি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতায় দাখিলে জিপিএ-৫ পেয়ে আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তার বিজয় শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন।”


প্রেক্ষাপট

আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি। প্রায়ই আবাসিক হলে শিবির সন্দেহে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটত। গত বছর থেকে ক্যাম্পাসে শিবির প্রকাশ্যে কার্যক্রম শুরু করে। সেখানেই উঠে আসে সাদিক ও ফরহাদের নেতৃত্ব।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531