ঢাকা,  শনিবার
১৩ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

হঠাৎ বৃষ্টি বাড়ল কেন, থাকবে কয়দিন

প্রকাশিত: ১৯:২১, ১২ সেপ্টেম্বর ২০২৫

হঠাৎ বৃষ্টি বাড়ল কেন, থাকবে কয়দিন

বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় এ বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাঁদের মতে, দু–এক দিনের মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তখন বৃষ্টির প্রবাহ আরও বাড়বে। তবে বর্তমানে যে বৃষ্টি হচ্ছে, তার পরিমাণ খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই। আবার আগামীকাল শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমেও যেতে পারে।


সেপ্টেম্বরের আবহাওয়া চিত্র

চলতি মাসের শুরু থেকেই বৃষ্টি কম ছিল এবং গরম বেড়েছিল।

  • ১ সেপ্টেম্বর: দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

  • একই দিনে রাজধানীর তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
    এরপর থেকে বৃষ্টি কমে গিয়ে তাপমাত্রা বাড়তে থাকে। এমনকি কয়েক দিন প্রায় সর্বত্রই বৃষ্টি হয়নি। গত দুই দিন ধরে আবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে।

আজ শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বৃষ্টি হয়েছিল ২২ মিলিমিটার। একই দিনে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফরিদপুরে, ৪২ মিলিমিটার


আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন:

  • আজ শুক্রবার দুপুরের পর রাজধানীতে বৃষ্টি আরও বাড়তে পারে, তবে এর পরিমাণ খুব বেশি হবে না।

  • রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে আজ বৃষ্টি হতে পারে।

  • আগামীকাল শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে।

  • তবে আগামী রোববারের পর থেকে আবার বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


গরম কমছে না কেন

বৃষ্টি কিছুটা বেড়েছে ঠিকই, তবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গরম কমছে না। এর মূল কারণ বাতাসে আর্দ্রতার মাত্রা অনেক বেশি থাকা। ফলে মানুষ তীব্র ভ্যাপসা গরম অনুভব করছেন।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর আরও জানান, এখন মৌসুমি বায়ু আগের তুলনায় কিছুটা সক্রিয়। কয়েক দিন আগে হওয়া লঘুচাপ ও স্থল নিম্নচাপের কারণে প্রচুর জলীয়বাষ্প জমা হয়েছে। এর জোগান থেকে বর্তমান বৃষ্টির সৃষ্টি হচ্ছে এবং নতুন লঘুচাপ তৈরি হলে তা আরও তীব্র হতে পারে।


সংক্ষেপে বলা যায়, আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে গরমের ভ্যাপসা ভাব কাটবে না, কারণ বাতাসে আর্দ্রতা অনেক বেশি। আগামী রোববারের পর থেকে নতুন লঘুচাপের কারণে বৃষ্টি আরও বাড়তে পারে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531