ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

Advertisement
Advertisement

মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’: পাকিস্তানে ভারতীয় হামলায় উত্তাল উপমহাদেশ, কঙ্গনার মোদিকে প্রশংসা—“মোদি দেখিয়ে দিয়েছে”

প্রকাশিত: ১৮:০৯, ৭ মে ২০২৫

আপডেট: ১৯:১১, ৭ মে ২০২৫

মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’: পাকিস্তানে ভারতীয় হামলায় উত্তাল উপমহাদেশ, কঙ্গনার মোদিকে প্রশংসা—“মোদি দেখিয়ে দিয়েছে”

কঙ্গনা

ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিশোধে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামের এক মধ্যরাতের অভিযান চালিয়েছে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরে। এই অভিযানে অন্তত ৯টি স্থানে হামলা চালানো হয়, যার মধ্যে বেশিরভাগই ছিল সন্ত্রাসী ঘাঁটি বলে ভারতের দাবি।

বুধবার রাত ২টা নাগাদ এই হামলা শুরু হয় এবং মাত্র ২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তানের সামরিক বাহিনী এই সংখ্যা অস্বীকার করে জানায়, মৃত্যুর সংখ্যা ২৬ জন

এই অভিযানে ভারতীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, যার মধ্যে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ছিলেন অন্যতম সরব কণ্ঠ। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লেখেন,

‘ওরা বলেছিল মোদিকে বলে দিও... আর মোদি দেখিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুর জয় হোক।’

ভারতীয় সেনাদের উদ্দেশে শুভকামনা জানিয়ে কঙ্গনা আরও লেখেন,

‘যারা আমাদের রক্ষা করেন, ঈশ্বর যেন তাঁদের রক্ষা করেন। ভারতীয় সেনার জয় হোক, শক্তি হোক, সাফল্য হোক।’

কঙ্গনার এই বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং বহু মানুষ তাঁর মন্তব্যে সমর্থন জানান।

অন্যদিকে, পাকিস্তানের দাবি, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে। ভারতের কর্মকর্তারা স্বীকার করেছেন, তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে। সীমান্তের এলওসি (Line of Control) বরাবর গোলাগুলির ঘটনায় ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, ভারত-পাকিস্তান সীমান্তে এই পাল্টাপাল্টি হামলা দক্ষিণ এশিয়ায় যুদ্ধের আশঙ্কা উসকে দিচ্ছে। দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এমন উত্তেজনা বিশ্বমহলের উদ্বেগ বাড়াচ্ছে।

‘অপারেশন সিঁদুর’ কেবল একটি সামরিক প্রতিশোধ নয়, এটি ভারতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা—পেহেলগামের মতো নৃশংস হামলার জবাব এবার চুপচাপ নয়, সরাসরি ও সাহসিকতার সঙ্গে দেওয়া হবে।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531