ঢাকা,  শনিবার
২০ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানো বিতর্কে নতুন মোড়, পিসিবির বিরুদ্ধে আইসিসির অভিযোগ

প্রকাশিত: ১৫:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানো বিতর্কে নতুন মোড়, পিসিবির বিরুদ্ধে আইসিসির অভিযোগ

পিসিবি

ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের হাত না মেলানো ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কে এবার সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি পিসিবির বিরুদ্ধে অশোভন আচরণখেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের নির্ধারিত এলাকা (PMOA)–সংক্রান্ত একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

বার্তা সংস্থা পিটিআই জানায়, এশিয়া কাপ চলাকালীন নিয়ম ভাঙার বিষয়টি উল্লেখ করে পিসিবিকে আনুষ্ঠানিকভাবে ই–মেইল পাঠিয়েছে আইসিসি।


ঘটনার সূত্রপাত

১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচের শুরু ও শেষে ভারতের সূর্যকুমার যাদব পাকিস্তানের সালমান আগাদের সঙ্গে হাত মেলাননি। এ নিয়ে ক্ষুব্ধ পিসিবি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে দায়ী করে তাঁর অপসারণ দাবি করে। তবে আইসিসি সেই দাবি মানেনি। এরপর ১৭ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয় পাকিস্তান এবং ম্যাচের সময় এক ঘণ্টা পিছিয়েও দেওয়া হয়।


বৈঠক ও নতুন বিতর্ক

আইসিসি পরিস্থিতি সামাল দিতে রাজি হয় যে ভারত ম্যাচ–সংক্রান্ত ভুল বোঝাবুঝি দূর করতে টসের আগে অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে পাইক্রফট বৈঠক করবেন।

কিন্তু ওই বৈঠকে পিসিবি তাদের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানিকে প্রবেশ করাতে জোরাজুরি করে। দুর্নীতিবিরোধী কর্মকর্তারা তাঁর প্রবেশ আটকান, কারণ তিনি মোবাইল ফোন নিয়ে PMOA এলাকায় ঢুকতে চাইছিলেন। তখন পিসিবি হুমকি দেয়, গিলানিকে ঢুকতে না দিলে তারা ম্যাচ খেলবে না।

শেষ পর্যন্ত বৈঠকের ভিডিও (শব্দ ছাড়া) ধারণ করে পিসিবি—যা সরাসরি নিয়মভঙ্গ। পরে সেই ফুটেজ পিসিবির এক্স হ্যান্ডলে প্রকাশ করা হয় ক্যাপশন দিয়ে—“পাইক্রফট পাকিস্তানের অধিনায়ক ও ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন।”


আইসিসির আপত্তি

আইসিসি জানায়, পাইক্রফট কোনো ‘ক্ষমা চাননি’; তিনি কেবল ভুল যোগাযোগের কারণে ‘দুঃখ প্রকাশ’ করেছিলেন। এ নিয়ে পিসিবির ভাষা ব্যবহার ও ভিডিও প্রকাশে সংস্থাটির কড়া আপত্তি রয়েছে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531