ঢাকা,  বৃহস্পতিবার
১৮ সেপ্টেম্বর ২০২৫

Advertisement
Advertisement

দ্বিতীয় স্ত্রী/স্বামীকেও পারিবারিক পেনশন, অপেক্ষার সময় কমছে, চিকিৎসা সহায়তা যুক্ত হচ্ছে

প্রকাশিত: ১৫:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫

দ্বিতীয় স্ত্রী/স্বামীকেও পারিবারিক পেনশন, অপেক্ষার সময় কমছে, চিকিৎসা সহায়তা যুক্ত হচ্ছে

পেনশন

সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সাম্প্রতিক এক বৈঠকে এ বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাব গৃহীত হয়েছে।

মূল পরিবর্তন ও প্রস্তাব

  1. দ্বিতীয় স্ত্রী/স্বামীকে পারিবারিক পেনশন

    • বর্তমান নিয়মে পেনশনভোগী মারা গেলে শুধু প্রথম স্ত্রী বা স্বামী আজীবন পেনশন পান।

    • নতুন প্রস্তাব অনুযায়ী, পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে হলে মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী/স্বামীকেও নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশন দেওয়ার সুপারিশ জাতীয় বেতন কমিশনে পাঠানো হবে।

  2. শতভাগ পেনশন পুনঃস্থাপন

    • আগে যারা অবসরের সময় শতভাগ পেনশন উত্তোলন করেছেন, তাদের মাসিক পেনশন পুনঃস্থাপনের জন্য অপেক্ষার সময় ছিল ১৫ বছর

    • প্রস্তাব অনুযায়ী এই সময়সীমা ১০ বছরে নামিয়ে আনা হবে

    • অপেক্ষার সময় পূর্ণ হওয়ার আগে পেনশনভোগী মারা গেলে তার স্ত্রী/স্বামী বা উত্তরাধিকারীরা পেনশন সুবিধা পাবেন কি না—এ নিয়ে অর্থ বিভাগ পরীক্ষা করবে।

  3. চিকিৎসা সহায়তা

    • এতদিন জটিল রোগে আক্রান্ত অবসরপ্রাপ্ত পেনশনাররা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পেতেন না।

    • নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদেরও চিকিৎসা সহায়তার আওতায় আনা হবে

  4. প্রবাসী পেনশনারদের সুবিধা

    • বিদেশে অবস্থানরত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য পেনশন সংক্রান্ত কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সহজ করতে বাংলাদেশ মিশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

  5. ভাতা সংক্রান্ত অসামঞ্জস্য নিরসন

    • ২০১৭ সালের ১ জুলাই থেকে শতভাগ পেনশন সমর্পণকারীরা উৎসব ভাতায় ৫% ইনক্রিমেন্ট পাচ্ছেন।

    • তবে পেনশন পুনঃস্থাপিত হলে সেই ইনক্রিমেন্ট মাসিক পেনশনের সঙ্গে যুক্ত হচ্ছিল না।

    • বৈঠকে এ সমস্যার সমাধানে অর্থ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

  6. সামাজিক নিরাপত্তা ও সর্বজনীন পেনশন

    • সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমিটিতে জনপ্রশাসন সচিবকে অন্তর্ভুক্ত করার বিষয়টি পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

    • সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

প্রেক্ষাপট

  • ১৯৮০ সাল থেকে সরকারি চাকরিজীবীরা চাইলে পুরো পেনশন একসঙ্গে তুলে নেওয়ার সুযোগ পান।

  • অনেকে তা পরিবারিক প্রয়োজনে ব্যয় করে পরবর্তীতে আর্থিক সংকটে পড়েন।

  • দীর্ঘদিন ধরে পেনশনভোগীদের সংগঠনগুলো এ বিষয়ে সংস্কারের দাবি জানিয়ে আসছিল।

  • ২০১৮ সালে সরকার সিদ্ধান্ত নেয় যে অবসর গ্রহণের ১৫ বছর পর শতভাগ পেনশন উত্তোলনকারীরা আবার মাসিক পেনশন পাবেন।

সম্ভাব্য প্রভাব

  • পেনশনভোগী ও তাদের পরিবার আরও বেশি আর্থিক নিরাপত্তা পাবেন।

  • দ্বিতীয় স্ত্রী/স্বামী বা উত্তরাধিকারীদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।

  • চিকিৎসা সহায়তা যুক্ত হওয়ায় অবসরপ্রাপ্তদের স্বাস্থ্যঝুঁকি কমবে

  • প্রবাসী কর্মকর্তারা কাগজপত্র সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি পাবেন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531