
জুলাই সনদ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছে। সংস্কার প্রশ্নে তাদের মিত্র দলগুলোর অবস্থানও প্রায় একই রকম। এই অনৈক্য নিরসনে মাঝামাঝি সমাধানের পথ খুঁজতে নতুন উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চসহ বেশ কয়েকটি দল।
হাতিরপুলে বৈঠক
গতকাল বৃহস্পতিবার রাজধানীর হাতিরপুলের একটি রেস্তোরাঁয় গণতন্ত্র মঞ্চের ছয়টি দল—গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি ও ভাসানী জনশক্তি পার্টি—এর নেতারা বৈঠকে অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা। বৈঠকটি তিন ঘণ্টা ধরে চলে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বৈঠকের মূল উদ্যোক্তা ছিলেন। তিনি বলেন,
"জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে অনৈক্য তৈরি হয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য সমাধান বের করতেই এই প্রচেষ্টা।"
সংকট সমাধানের জন্য টাস্কফোর্স
বৈঠক–সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিক সমঝোতার আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন), মজিবুর রহমান মঞ্জু (এবি পার্টি) ও মো. রাশেদ খানকে (গণ অধিকার পরিষদ)। আর সাংবিধানিক ও আইনগত বিষয়গুলো দেখবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূম, এনসিপির জাবেদ রাসিন ও এবি পার্টির সানী আবদুল হক।
গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেন,
"অনৈক্য নিরসনে আলোচনা চলছে। সবাই ঐকমত্যে আসতে আগ্রহী। শিগগিরই বিএনপি ও জামায়াতের সঙ্গেও বসার পরিকল্পনা আছে।"
একীভূত হওয়া ও জোটের আলোচনা
সংস্কার প্রশ্নে কাছাকাছি অবস্থান নেওয়া দলগুলোর মধ্যে নির্বাচনী জোট বা একীভূত হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এনসিপি।
জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারির ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত এই দল নিয়ে নানা সমীকরণ সামনে আসছে। তাদের সঙ্গে গণ অধিকার পরিষদের সম্পর্কও আলোচনায়। একসময় নুরুল হকের অনুসারী অনেক তরুণ এখন এনসিপিতে সক্রিয়।
গুঞ্জন আছে, গণ অধিকার পরিষদ ভবিষ্যতে এনসিপিতে একীভূত হতে পারে। তবে সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, আনুষ্ঠানিক বৈঠক হয়নি, অনানুষ্ঠানিক আলোচনা চলছে।
বিএনপি–জামায়াত দ্বন্দ্বের প্রভাব
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্ব যত প্রকট হচ্ছে, ততই সংস্কারপন্থী দলগুলোর মধ্যে নতুন রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হচ্ছে। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন,
"সংস্কার প্রস্তাব নিয়ে বিভিন্ন দলের মধ্যে বোঝাপড়ার জায়গা তৈরি হচ্ছে। এটি নির্বাচনের দিকে গড়াবে কি না—এখনই বলা যাচ্ছে না।"
জামায়াত প্রসঙ্গ
রাজনীতির মাঠে জামায়াতের সঙ্গে সহযোগিতা রাখতে এনসিপির কিছু নেতা আগ্রহী হলেও সরাসরি জোটে যাওয়ার বিষয়ে দ্বিধা রয়েছে। ফলে এনসিপি বিএনপি–জামায়াতের দ্বন্দ্ব এড়িয়ে সংস্কারপন্থী দলগুলোর সঙ্গেই বেশি ঘনিষ্ঠ হওয়ার পথে হাঁটছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে।