ঢাকা,  শুক্রবার
২৬ এপ্রিল ২০২৪

Advertisement
Advertisement

টাকার কুমির খ্যাত আইপিএল মাঠে গড়াচ্ছে আজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ৩১ মার্চ ২০২৩

টাকার কুমির খ্যাত আইপিএল মাঠে গড়াচ্ছে আজ

বিশ্ব ক্রিকেটে বড় অংশ জুড়ে জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তারকাবহুল টুর্নামেন্টের সঙ্গে অর্থের ঝনঝনানিতে বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল।

বিশ্বব্যাপী অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজিত হলেও আইপিএলের ধারেকাছেও যেতে পারেনি কোনোটি। বলা চলে, ক্রিকেট ভক্তদের তুমুল আগ্রহের নাম এখন আইপিএল। ভারতীয় লিগটির ১৬তম আসর মাঠে গড়াবে আজ (৩১ মার্চ) শুক্রবার।

গত আসরে প্রথমবারের মত আইপিএলে খেলতে নেমে শিরোপা জিতে নিয়েছিল গুজরাট লায়ন্স। আজ প্রথম দিনেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা. তাদের প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দশটি দল নিয়ে আট সপ্তাহে ১২টি ভেন্যুতে এবারের আইপিএলের ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৮ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আইপিএলের।

এবারের আইপিএলে খেলছে বাংলাদেশের তিনজন ক্রিকেটার। সাকিব এবং মোস্তাফিজ আগে খেললেও এবারে প্রথম খেলতে যাচ্ছেন লিটন দাস। এবারের আইপিএলের নিলামে প্রথম দফায় অবিক্রিত ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাস। দ্বিতীয় ডাকে সাকিব–লিটনকে দলে ভেড়ায় কোলকাতা নাইট রাইডার্স। ১ কোটি ৫০ লাখ রুপিতে সাকিবকে এবং ৫০ লাখ রুপিতে লিটনকে দলে নেয় কোলকাতা। 

বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমান এবারের আসরে খেলবেন দিল্লি ক্যাপিটেলে। যদিও এই তিনজন আইপিএলের শুরু থেকে খেলতে পারছেন না। কারন আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টি খেলবে তারা। এরপর একমাত্র টেস্টের আগে ছুটি পাবে কিনা তা এখনো নিশ্চিত হয়নি বাংলাদেশের এই তিন তারকার।

এসএস

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531