
রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো নিজের কাজ ঠিকঠাকই করছেন। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ৩৩ গোল করে এবং ৪টি অ্যাসিস্ট দিয়ে তিনি এখনও বিশ্বের অন্যতম ধারাবাহিক ফরোয়ার্ড। কিন্তু এত সাফল্যের পরও দল আল নাসর শিরোপাহীন, যা এই পর্তুগিজ মহাতারকার মধ্যে স্পষ্ট হতাশা তৈরি করেছে।
শিরোপার স্বপ্ন ভেঙেছে আগেই
আল নাসরের সামনে এখন আর কোনো শিরোপা জয়ের সুযোগ নেই। ৮ মে আল ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হেরে লিগ থেকে কার্যত ছিটকে যায় তারা। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবিলের চতুর্থ স্থানে। শীর্ষে থাকা আল ইত্তিহাদ ৭১ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে।
এর আগে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও বিদায় নিতে হয় আল নাসরকে। ফলে মৌসুমের সব বড় টুর্নামেন্টেই খালি হাতে থাকতে হচ্ছে দলটিকে।
রোনালদোর প্রতিক্রিয়া ও ক্লাবের প্রতিকূলতা
আল ইত্তিহাদের বিপক্ষে হারের পর রোনালদো ক্ষুব্ধভাবে মাঠ ছাড়েন, যা ক্লাব কর্তৃপক্ষ ভালোভাবে নেয়নি। এমন পারফরম্যান্স ও ক্লাবের হতাশাজনক অবস্থান রোনালদোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।
‘মার্কা’ সংবাদমাধ্যম জানিয়েছে, আল নাসরের সঙ্গে নতুন চুক্তি আপাতত স্থগিত রেখেছেন রোনালদো। অথচ গত জানুয়ারিতেই শোনা গিয়েছিল, ক্লাবের দেওয়া ১৮৩ মিলিয়ন ইউরো (প্রায় ২ হাজার ২৯৫ কোটি টাকা) ও ৫% মালিকানা সংবলিত ‘শতাব্দীর সেরা চুক্তি’ তিনি গ্রহণ করতে যাচ্ছেন।
অর্জনের খাতা কতটা ভারী?
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত রোনালদোর দল কোনো বড় লিগ বা মহাদেশীয় শিরোপা জিততে পারেনি। একমাত্র সান্ত্বনা—২০২৩ আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।
এগিয়ে কী ভাবছেন রোনালদো?
একদিকে বয়স ৩৯ ছুঁই ছুঁই, অন্যদিকে ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তিনি হয়তো আবার বড় মঞ্চে কিছু জিততে চান। যে উচ্চাকাঙ্ক্ষা তাঁকে রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস বা পর্তুগাল দলের হয়ে এতদূর নিয়ে এসেছে, সেই মানদণ্ডে সৌদি অভিজ্ঞতা হয়তো এখন তেমন আলো ছড়াচ্ছে না।
ব্যক্তিগত নৈপুণ্য থাকলেও দলীয় অর্জনের অভাবে রোনালদোর সৌদি অধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। সামনের মৌসুমে তিনি আল নাসরেই থাকবেন, নাকি নতুন চ্যালেঞ্জের খোঁজে পাড়ি জমাবেন অন্য কোথাও—সেটিই এখন দেখার বিষয়।