
স্টেডিয়াম
ভারতের রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। অজ্ঞাতনামা একটি ই–মেইলের মাধ্যমে আজ সকালে এই হুমকি দেওয়া হয়। স্টেডিয়ামটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টাইমস অব ইন্ডিয়াকে ডিডিসিএর এক শীর্ষ কর্মকর্তা জানান, হুমকির মেইল পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি দিল্লি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মাঠ পরিদর্শন করেছে।
আগামী ১১ মে অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হওয়ার কথা ছিল। তবে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে ইতিমধ্যে আইপিএলের চলতি আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
এর আগে গতকাল গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনও একই ধরনের হুমকি পেয়েছিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকির পর স্থানীয় প্রশাসন বোমা নিষ্ক্রিয়কারী দল (বিডিডিএস) ও ডগ স্কোয়াড নিয়ে স্টেডিয়ামসহ আশপাশের এলাকা তল্লাশি করে। তবে সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
অরুণ জেটলি স্টেডিয়ামে পাঠানো হুমকিমূলক ই–মেইলের উৎস অনুসন্ধানে নেমেছে দিল্লি পুলিশ। জোন-২–এর ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) ভারতকুমার রাঠৌদ জানিয়েছেন, ই–মেইলটি পাঠাতে দ্য অনিয়ন রাউটার (TOR) ব্রাউজার ও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) ব্যবহার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি জার্মানি অথবা রোমানিয়া থেকে পাঠানো হয়েছে।
ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যেই এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএলের ১৮তম আসর। নিরাপত্তার কারণ দেখিয়ে একইসঙ্গে বন্ধ হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)ও। ইতিমধ্যে পিএসএলের বাকি ম্যাচগুলো পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টানা দুটি স্টেডিয়ামে বোমা হামলার হুমকির ঘটনায় ভারতের ক্রিকেটাঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিসিসিআই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আইপিএলের ভবিষ্যৎ আয়োজন, আন্তর্জাতিক সূচি এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ।