ঢাকা,  শনিবার
১০ মে ২০২৫

Advertisement
Advertisement

বাংলাদেশ সফরে আসবে না ভারত, হবে না এশিয়া কাপও

প্রকাশিত: ১৯:৪৯, ৯ মে ২০২৫

আপডেট: ২০:০৩, ৯ মে ২০২৫

বাংলাদেশ সফরে আসবে না ভারত, হবে না এশিয়া কাপও

ভারত-বাংলাদেশ

আগস্টে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত শঙ্কায় এই সফরটি অনিশ্চয়তার মুখে পড়েছে। একইসঙ্গে সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপও স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপ আয়োজনের বিষয়ে নেতিবাচক অবস্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর মূল কারণ হিসেবে উঠে এসেছে সম্প্রতি স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ১৬টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা।

ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালে ফ্লাডলাইট নিভিয়ে খেলা বন্ধ ঘোষণা করা হয়, যার পেছনে নিরাপত্তাজনিত কারণকে দায়ী করা হয়। একই সময়ে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের পশ্চিম সীমান্তে হামলার খবর আসে। তার আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

এই ঘটনার পর আইপিএলের ১৮তম আসর এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হলেও নতুন করে উদ্বোধনের সম্ভাবনা কম বলেই জানিয়েছে বিসিসিআই। ফলে এখন বোর্ডের প্রধান লক্ষ্য হচ্ছে আইপিএলের বাকি অংশ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা।

সূচি অনুযায়ী জুনে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। পাঁচ টেস্টের সেই সিরিজ শেষে ছিল বাংলাদেশ সফর। তবে আইপিএলের সময় বের করতে হলে ওই সফরের সময়েই নজর দিতে হতে পারে। টাইমস অব ইন্ডিয়ার সূত্রমতে, এমনকি আইপিএলের ম্যাচগুলো বাংলাদেশ সফর বা এশিয়া কাপের আগেই শেষ হলেও এই দুই ইভেন্ট বাতিল হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিসিসিআই এ বিষয়ে নমনীয় হওয়ার কোনো ইঙ্গিত এখনো দেয়নি।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বর্তমান নিরাপত্তা সংকটে আন্তর্জাতিক ক্রিকেট সূচি কীভাবে সামলাবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement
Advertisement

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531